leadT1ad

বিভাজনে লাভ হবে পতিত স্বৈরাচার আর দোসরদের: ডা. জাহিদ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১৯: ৪১
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. জাহিদ হোসেন। সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেছেন, ৫ আগস্টের পর অর্জিত জাতীয় ঐক্যে ফাটল ধরলে তার সম্পূর্ণ সুবিধা পাবে ‘পতিত স্বৈরাচার’ ও তার দোসররা। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, বিভাজন সৃষ্টি হলে সেই ফাঁক দিয়ে পতিত স্বৈরাচার দেশে ঢুকে পড়ার চেষ্টা করবে।

আজ শুক্রবার (২১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘পুরো জাতি ৫ আগস্টের পর যেভাবে ঐক্যবদ্ধ ছিল, আজকে যদি আমাদের মধ্যে বিভাজন হয়, তাহলে লাভ হবে কাদের? লাভ হবে ওই পতিত-পলায়নকৃত স্বৈরাচারের। আর তার দোসরদের।’

ডা. জাহিদ সবাইকে সতর্ক করে বলেন, ‘স্বৈরাচার পালিয়েছে কিন্তু তাদের দোসররা কিন্তু দেশে আছে। মনে রাখতে হবে, আপনার-আমার আশপাশের মানুষগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। তারা কী করছে? তারা কী আচরণ করছে?’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে ডা. জাহিদ পুরনো ‘আগুন সন্ত্রাসের’ কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘শেরাটন হোটেলের সামনে দোতলা বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে ১১ জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল, ১৭৪ দিন হরতাল করে। সেই সময়ে যারা করেছিল, তারাই দেখুন বিচারের রায়ের আগে এবং পরে বিভিন্নভাবে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করল। সেই পুরনো আগুন সন্ত্রাসকে নিয়ে তারা আবার মাঠে নেমেছে।’

এ সময় ডা. জাহিদ ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের প্রেক্ষাপট ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরে বলেন, বাংলাদেশের কৃষির উন্নয়ন, পোশাক শিল্প ও প্রবাসীদের মাধ্যমে রেমিট্যান্স আহরণ জিয়াউর রহমানের হাত ধরেই শুরু হয়েছিল।

সকালে অনুভূত হওয়া ভূমিকম্প প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, ‘আজকে সকালে ভূমিকম্পে নিশ্চয়ই ভাবার কোনো কারণ নেই যে আমাদের খুব আরামে থাকার সম্ভাবনা আছে। ক্ষয়ক্ষতি কীভাবে কমানো যায়, তার জন্য সংশ্লিষ্টদের এখনই উদ্যোগ নেওয়া উচিত।’

জলবায়ু পরিবর্তন বিষয়ে ডা. জাহিদ বলেন, ব্রাজিলে আন্তর্জাতিক সম্মেলন হলেও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশগুলো খুব বেশি সাড়া দিচ্ছে না। এর প্রভাবেই বাংলাদেশে ঋতু পরিবর্তন হচ্ছে, কখনো শীত লম্বা হচ্ছে, কখনো গরম বাড়ছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আবদুর রহিম, ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেন আমির, সদস্যসচিব বাকি বিল্লাহ এবং দক্ষিণের সদস্যসচিব কে এম সোহেল রানা ও আহ্বায়ক শাহ আলম প্রমুখ।

বিষয়:

Ad 300x250

সম্পর্কিত