leadT1ad

আসন্ন নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই: আখতার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ২৩: ০৭
আখতার হোসেন। সংগৃহীত ছবি

আসন্ন নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার সংস্কার, বিচার এবং নির্বাচন দিতে ক্ষমতায় এসেছে এবং তারাই আসন্ন নির্বাচন করবে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।

আখতার আরও বলেন, 'ত্রয়োদশ সংশোধনী নয়, জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। আসন্ন সংসদ নির্বাচন নয় বরং চতুর্দশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। এ জাতি কলঙ্কমুক্ত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণযোগ্য সরকারব্যবস্থা।'

জুলাই সনদের ভেতর দিয়ে তত্ত্বাবধায়ক সরকার হতে হবে জানিয়ে আখতার হোসেন বলেন, 'আজকের রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃস্থাপিত হলেও সেটা অটোমেটিক্যালি হওয়ার কোনো সুযোগ নেই। পরবর্তী সংসদে একটি সংস্কার পরিষদ হবে এবং এই সংস্কার পরিষদ জুলাই সনদে যেভাবে বিবৃত আছে, ঠিক সেভাবেই তারা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করবে। ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে আছে, সেভাবে নয় বরং জুলাই সনদে যেভাবে আছে, সেভাবেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে।'

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা প্রমুখ।

Ad 300x250

সম্পর্কিত