leadT1ad

রংপুর-৪ থেকে মনোনয়ন ফরম নিলেন আখতার হোসেন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ২৩: ০০
রংপুর-৪ থেকে মনোনয়ন ফরম নিলেন আখতার হোসেন। সংগৃহীত ছবি

রংপুর-৪ (পীরগাছা, কাউনিয়া) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এসময় তাঁর সঙ্গে ছিলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

আখতার হোসেন মনোনয়ন ফরম নেওয়ার সময় দলের নেতা-কর্মীরা দলবদ্ধভাবে ‘মুক্তির মন্দির সোপানতালে’ গান গেয়ে নিজেদের উজ্জীবিত করেন। এসময় নেতা-কর্মীরা নানা ধরনের স্লোগানও দেন।

এসময় আখতার বলেন, ‘শাপলা প্রতীকে সংসদে গিয়ে রংপুরের কাউনিয়া-পীরগাছাসহ গোটা বাংলাদেশের হয়ে কথা বলব আমরা। জুলাইয়ে যা অর্জন করতে চেয়েছি সামনের সংসদ নির্বচনে আমরা সে অর্জনকে পরিপূর্ণ করে তুলব, ইনশাআল্লাহ। গোটা বাংলাদেশের কৃষক-শ্রমিক মেহনতী মানুষ, শিক্ষার্থী-জনগণসহ আমরা শাপলা কলি মার্কা নিয়ে মিরাকল ঘটাব।’

এসময় তিনি রংপুর-৪ আসনের ভোটারদের কাছে দোয়া প্রত্যাশা করেন যেন আসন্ন নির্বাচনে জয়লাভ করতে পারেন।

এনসিপি থেকে মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহের সময়সীমা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর)। এর আগে ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে দলটি। প্রথম ঘোষণায় ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা ঠিক করলেও পরে তা বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত করা হয়।

Ad 300x250

সম্পর্কিত