.png)
আপনার ফেসবুক নিউজফিড ভ্যাকেশনের ছবি, রাজনৈতিক কাদা-ছোড়াছুড়ি আর আজেবাজে মিম—সবকিছুকে ভাসিয়ে একটি পবিত্র উচ্চারণে মুখরিত হতে শুরু করেছে ‘আলহামদুলিল্লাহ এ প্লাস!’

তাহমীদ চৌধুরী

আজ সেই বিশেষ দিন। দেশের আবহাওয়া অফিসের পূর্বাভাসে যা-ই থাকুক না কেন, সোশ্যাল মিডিয়ায় আজ নিশ্চিতভাবে একপশলা অভিনন্দনের বৃষ্টি নামবে। আশা করছি ইতিমধ্যেই আপনার ফেসবুক নিউজফিড ভ্যাকেশনের ছবি, রাজনৈতিক কাদা-ছোড়াছুড়ি আর আজেবাজে মিম—সবকিছুকে ভাসিয়ে একটি পবিত্র উচ্চারণে মুখরিত হতে শুরু করেছে ‘আলহামদুলিল্লাহ এ প্লাস!’
এই তিন শব্দের ডিজিটাল বিস্ফোরণ এতটাই সংক্রামক যে এর থেকে বাঁচা প্রায় অসম্ভব। সদ্য এসএসসি পাস করা ১৬ বছরের কিশোর থেকে শুরু করে ৯৬ সালে পাস করা সরকারি চাকুরিজীবী—সবাই যেন এক ঐশ্বরিক সংকেত পেয়ে একযোগে কিবোর্ডে ঝাঁপিয়ে পড়েছেন প্রতিবছরের মতোই। এ প্লাস যারা পেয়েছে, তাদের স্ট্যাটাস আর যাঁরা পরীক্ষা দিয়েছেন বহু যুগ আগে, তাঁদেরও স্ট্যাটাস। এমনকি, যাদের পরীক্ষা দেয়ার বয়স হয়নি, তারাও লিখছে, ‘আলহামদুলিল্লাহ, জিপিএ-৫’। এই যে এক সম্মিলিত জুনুন বা গণ-উন্মাদনা—এর মনস্তত্ত্বটা কী?

এই মহোৎসবে অংশগ্রহণকারীদের কয়েকটি শ্রেণিতে ভাগ করা যায়।
প্রথমত, সত্যিকারের এসএসসি পরীক্ষার্থী, যারা গত দুই বছর ধরে গাইড বই, কোচিং সেন্টার আর অভিভাবকদের রক্তচক্ষুর সঙ্গে যুদ্ধ করে এই ‘এ প্লাস’ নামক সোনার হরিণটি শিকার করেছে। তাদের স্ট্যাটাসটি স্বস্তির দীর্ঘশ্বাস। অনেকটা এভারেস্ট জয়ের পর তার চূড়ায় দেশের পতাকা ওড়ানোর মতো। এই স্ট্যাটাস দিয়ে তারা বিশ্ববাসীকে জানায়, ‘সামাজিক চাপের এভারেস্ট আমি জয় করেছি। এখন আমাকে অন্তত এক সপ্তাহের জন্য শান্তিতে টিকটক করতে দাও।’
আরেকটি দল ‘স্মৃতি রোমন্থনকারী’। এই দলে আছেন বুমার জেনারেশনের লোকজন। এসব পোস্টের মাধ্যমে তাঁরা নতুন প্রজন্মের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। নিজেদের প্রায় বুড়িয়ে যাওয়া যৌবনকে জানান দেন, ‘দেখো, আমরা এখনো তোমাদের জোকস বুঝি!’
আর এই গোলমালের ভিড়ে সবচেয়ে বুদ্ধিদীপ্ত চরিত্র হলেন সেইসব আমজনতা, যাঁদের জীবনের সঙ্গে এসএসসির কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। তাঁরা মজা করে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, এবারও এ প্লাসটা মিস হলো না’। এই স্ট্যাটাসগুলো মূলস্রোতকে ব্যঙ্গ করার জন্যই লেখা। কিন্তু মজার ব্যাপার হলো, ব্যঙ্গ করতে গিয়ে তাঁরাও সেই স্রোতেরই অংশ হয়ে যান। ঠাট্টা করতে গিয়ে নিজেরাই বৃদ্ধি করেন স্রোতের আকার। অনেকটা আগুনে পেট্রল ঢেলে আগুন নেভানোর চেষ্টার মতো।

মনোবিজ্ঞানের ভাষায়, এই ঘটনাটি ‘সোশ্যাল কনটেজিয়ন’ বা সামাজিক সংক্রমণের উদাহরণ। যেকোনো আচরণ যখন ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে, তখন তাকে এ নামেই ডাকা হয়। এখন এসএসসির ফলাফলের দিনে ‘এ প্লাস’ নিয়ে পোস্ট দেওয়াই অলিখিত নিয়ম। যাঁরা এর অংশ হন না, তাঁরা যেন ডিজিটাল সমাজে ব্রাত্য।
মজার ব্যাপার হলো, বিশ্বের অন্য দেশেও একাডেমিক সাফল্য উদযাপিত হয়, কিন্তু এমন গণহারে একই স্ট্যাটাস দিয়ে কৃতজ্ঞতা ও বিদ্রূপের এমন অভিনব মিশ্রণ বিরল। এটি আমাদের উপমহাদেশের এক স্বতন্ত্র উদ্ভাবন।

যা-ই হোক, রাত পেরোলেই স্তিমিত হয়ে আসবে এই স্ট্যাটসের বর্ষণ। নিউজফিড আবার ফিরে যাবে জন্মদিনের শুভেচ্ছা, কাপলদের ছবি আর রাজনৈতিক তর্কে। ততক্ষণের জন্য স্ক্রল করতে থাকুন। লাইক-কমেন্ট দিয়ে এই জাতীয় উৎসবে আপনার ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করুন।

আজ সেই বিশেষ দিন। দেশের আবহাওয়া অফিসের পূর্বাভাসে যা-ই থাকুক না কেন, সোশ্যাল মিডিয়ায় আজ নিশ্চিতভাবে একপশলা অভিনন্দনের বৃষ্টি নামবে। আশা করছি ইতিমধ্যেই আপনার ফেসবুক নিউজফিড ভ্যাকেশনের ছবি, রাজনৈতিক কাদা-ছোড়াছুড়ি আর আজেবাজে মিম—সবকিছুকে ভাসিয়ে একটি পবিত্র উচ্চারণে মুখরিত হতে শুরু করেছে ‘আলহামদুলিল্লাহ এ প্লাস!’
এই তিন শব্দের ডিজিটাল বিস্ফোরণ এতটাই সংক্রামক যে এর থেকে বাঁচা প্রায় অসম্ভব। সদ্য এসএসসি পাস করা ১৬ বছরের কিশোর থেকে শুরু করে ৯৬ সালে পাস করা সরকারি চাকুরিজীবী—সবাই যেন এক ঐশ্বরিক সংকেত পেয়ে একযোগে কিবোর্ডে ঝাঁপিয়ে পড়েছেন প্রতিবছরের মতোই। এ প্লাস যারা পেয়েছে, তাদের স্ট্যাটাস আর যাঁরা পরীক্ষা দিয়েছেন বহু যুগ আগে, তাঁদেরও স্ট্যাটাস। এমনকি, যাদের পরীক্ষা দেয়ার বয়স হয়নি, তারাও লিখছে, ‘আলহামদুলিল্লাহ, জিপিএ-৫’। এই যে এক সম্মিলিত জুনুন বা গণ-উন্মাদনা—এর মনস্তত্ত্বটা কী?

এই মহোৎসবে অংশগ্রহণকারীদের কয়েকটি শ্রেণিতে ভাগ করা যায়।
প্রথমত, সত্যিকারের এসএসসি পরীক্ষার্থী, যারা গত দুই বছর ধরে গাইড বই, কোচিং সেন্টার আর অভিভাবকদের রক্তচক্ষুর সঙ্গে যুদ্ধ করে এই ‘এ প্লাস’ নামক সোনার হরিণটি শিকার করেছে। তাদের স্ট্যাটাসটি স্বস্তির দীর্ঘশ্বাস। অনেকটা এভারেস্ট জয়ের পর তার চূড়ায় দেশের পতাকা ওড়ানোর মতো। এই স্ট্যাটাস দিয়ে তারা বিশ্ববাসীকে জানায়, ‘সামাজিক চাপের এভারেস্ট আমি জয় করেছি। এখন আমাকে অন্তত এক সপ্তাহের জন্য শান্তিতে টিকটক করতে দাও।’
আরেকটি দল ‘স্মৃতি রোমন্থনকারী’। এই দলে আছেন বুমার জেনারেশনের লোকজন। এসব পোস্টের মাধ্যমে তাঁরা নতুন প্রজন্মের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। নিজেদের প্রায় বুড়িয়ে যাওয়া যৌবনকে জানান দেন, ‘দেখো, আমরা এখনো তোমাদের জোকস বুঝি!’
আর এই গোলমালের ভিড়ে সবচেয়ে বুদ্ধিদীপ্ত চরিত্র হলেন সেইসব আমজনতা, যাঁদের জীবনের সঙ্গে এসএসসির কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। তাঁরা মজা করে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, এবারও এ প্লাসটা মিস হলো না’। এই স্ট্যাটাসগুলো মূলস্রোতকে ব্যঙ্গ করার জন্যই লেখা। কিন্তু মজার ব্যাপার হলো, ব্যঙ্গ করতে গিয়ে তাঁরাও সেই স্রোতেরই অংশ হয়ে যান। ঠাট্টা করতে গিয়ে নিজেরাই বৃদ্ধি করেন স্রোতের আকার। অনেকটা আগুনে পেট্রল ঢেলে আগুন নেভানোর চেষ্টার মতো।

মনোবিজ্ঞানের ভাষায়, এই ঘটনাটি ‘সোশ্যাল কনটেজিয়ন’ বা সামাজিক সংক্রমণের উদাহরণ। যেকোনো আচরণ যখন ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে, তখন তাকে এ নামেই ডাকা হয়। এখন এসএসসির ফলাফলের দিনে ‘এ প্লাস’ নিয়ে পোস্ট দেওয়াই অলিখিত নিয়ম। যাঁরা এর অংশ হন না, তাঁরা যেন ডিজিটাল সমাজে ব্রাত্য।
মজার ব্যাপার হলো, বিশ্বের অন্য দেশেও একাডেমিক সাফল্য উদযাপিত হয়, কিন্তু এমন গণহারে একই স্ট্যাটাস দিয়ে কৃতজ্ঞতা ও বিদ্রূপের এমন অভিনব মিশ্রণ বিরল। এটি আমাদের উপমহাদেশের এক স্বতন্ত্র উদ্ভাবন।

যা-ই হোক, রাত পেরোলেই স্তিমিত হয়ে আসবে এই স্ট্যাটসের বর্ষণ। নিউজফিড আবার ফিরে যাবে জন্মদিনের শুভেচ্ছা, কাপলদের ছবি আর রাজনৈতিক তর্কে। ততক্ষণের জন্য স্ক্রল করতে থাকুন। লাইক-কমেন্ট দিয়ে এই জাতীয় উৎসবে আপনার ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করুন।
.png)

বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের পরপর সাক্ষাৎ এখন একটি নতুন আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গতকাল এনসিপি নেতাদের সাক্ষাৎ, একই দিনে জামায়াতে ইসলামী ও একদিন আগে বিএনপি নেতাদের উপস্থিতি নতুন এক রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
১ দিন আগে
জুলাইয়ের ছাত্র গণঅভ্যুত্থান আকস্মিক কোনো ঘটনা ছিল না। এর নেপথ্যে অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করেছে শিক্ষিত তরুণদের মধ্যে জমে থাকা দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও হতাশা, যার মূলে রয়েছে ক্রমবর্ধমান বেকারত্ব ও কর্মসংস্থানের সংকট।
১ দিন আগে
কাগজ-কলমে দেশের অর্থনীতিকে যতই ঊর্ধ্বগতির দেখানো হোক, বাজারে গিয়ে তার আলাদা চেহারাটাই দেখা যায়। বাজারে ঢুকলেই বোঝা যায়, কীভাবে টাকার দুর্বলতা নীরবে মানুষের দৈনন্দিনকে বদলে দেয়।
১ দিন আগে
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ‘শান্তির দূত’ হিসেবে প্রশংসা করছেন। নেতানিয়াহু অশ্রুসিক্ত চোখে মুক্তিপ্রাপ্ত বন্দিদের স্বাগত জানাচ্ছেন। হামাসের নেতারা কাতারের দোহা অফিস থেকে ঘোষণা দিচ্ছেন, ‘প্রতিরোধ জয়ী হয়েছে।’ সবাই নিজেদের বিজয়ী ভাবছে।
১ দিন আগে