স্ট্রিম প্রতিবেদক
প্রবাসী ভোটারদের জন্য ভোটদানের সুযোগ কার্যকরভাবে নিশ্চিত করতে নির্বাচন কমিশন ৪৮ কোটি টাকা ব্যয়ে নতুন প্রকল্প নিতে যাচ্ছে।
আজ রোববার নির্বাচন কমিশনের ২০২৫ সালের অষ্টম সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান। তিনি বলেন, ডিপিপির মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘এ বিষয়ে কমিশন ডিজি পোস্টাল এবং কুরিয়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছেন। সরকারি পোস্টালব্যবস্থা এই পোস্টাল ব্যালেট এনে দিতে ভোটার প্রতি ৭৫০ টাকা খরচের কথা জানিয়েছে। প্রতি ভোটের জন্য কুরিয়ার সার্ভিস যেমন ডিএইচএল বা ফেডেক্স পাঁচ হাজার টাকার কথা বলেছে। তাই পোস্টালই আমাদের জন্য সমাধান। তারা আমাদের ১০-১৫ দিনের মধ্যে এই পোস্টাল ভোট এনে দিতে পারবে বলে জানিয়েছে।’
এর আগে আবুল ফজল মো. সানাউল্লাহ তাঁর বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যাপারে বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দেবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট।
প্রবাসীরা ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশনের আবেদন অনলাইনে বসে করা যাবে। ভোটার ভোট দেওয়ার পরে সরাসরি এটা রিটার্নিং অফিসারের কাছে যাবে।
ইভিএম বিষয়ে ইসি জানান বলেন, রাজনৈতিক ঐকমত্য এবং সংস্কার কমিশনের সুপারিশ উভয় ক্ষেত্রেই ইভিএমের পক্ষে কোনো মত এই মুহূর্তে নেই। ইসি শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলো যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। আজ ইসি তা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছে। ইভিএম সামনের কোনো নির্বাচনে ব্যবহার হবে না।
শুধু কেন্দ্রে নয় বরং পুর্বে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে বা আরপিওতে থাকা পুরো আসনে নির্বাচন স্থগিত বা বাতিল করার ক্ষমতা ফেরত চায় ইসি।
ইসি সানাউল্লাহ বলেন তারা (ইসি) বিশ্বাস করে সুপারিশের পরিপ্রেক্ষিতে তারা এই ক্ষমতা ফিরে পাবে।
এ ছাড়াও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা আবার বিবেচনার কথা জানিয়েছে ইসি।
ইসি সানাউল্লাহ বলেন এই বিষয়ে কিছু কিছু জিনিস ফাইন টিউন করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে ওপরে যাঁরা নিয়োগ পাবেন, তাঁদের নিয়োগ কমিশন কর্তৃক অনুমোদিত হবে। আগে যেটা সরাসরি সচিব করতেন, এটা কমিশন করবে।
দ্বৈত নাগরিকত্ব বিষয়ে প্রশ্ন করা হলে ইসি জানান বলেন, এক্ষেত্রে নাগরিককে ঘোষণা দিতে হবে এবং সার্টিফিকেট জমা দিতে হবে।
ভোটার তালিকা সংশোধন করার কথা জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন নারী এবং পুরুষ ভোটারের মধ্যে পার্থক্য ৩০ লাখ থেকে প্রায় ১৮ লাখে নেমে এসেছে। জুলাই মাসের শেষে অথবা আগস্টের শুরুতে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২২ সালের আদমশুমারি নয় বরং বর্তমান ভোটার তালিকার ওপরে ভর করেই আসন পুনর্বিন্যাস করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ।
প্রবাসী ভোটারদের জন্য ভোটদানের সুযোগ কার্যকরভাবে নিশ্চিত করতে নির্বাচন কমিশন ৪৮ কোটি টাকা ব্যয়ে নতুন প্রকল্প নিতে যাচ্ছে।
আজ রোববার নির্বাচন কমিশনের ২০২৫ সালের অষ্টম সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান। তিনি বলেন, ডিপিপির মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘এ বিষয়ে কমিশন ডিজি পোস্টাল এবং কুরিয়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছেন। সরকারি পোস্টালব্যবস্থা এই পোস্টাল ব্যালেট এনে দিতে ভোটার প্রতি ৭৫০ টাকা খরচের কথা জানিয়েছে। প্রতি ভোটের জন্য কুরিয়ার সার্ভিস যেমন ডিএইচএল বা ফেডেক্স পাঁচ হাজার টাকার কথা বলেছে। তাই পোস্টালই আমাদের জন্য সমাধান। তারা আমাদের ১০-১৫ দিনের মধ্যে এই পোস্টাল ভোট এনে দিতে পারবে বলে জানিয়েছে।’
এর আগে আবুল ফজল মো. সানাউল্লাহ তাঁর বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যাপারে বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দেবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট।
প্রবাসীরা ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশনের আবেদন অনলাইনে বসে করা যাবে। ভোটার ভোট দেওয়ার পরে সরাসরি এটা রিটার্নিং অফিসারের কাছে যাবে।
ইভিএম বিষয়ে ইসি জানান বলেন, রাজনৈতিক ঐকমত্য এবং সংস্কার কমিশনের সুপারিশ উভয় ক্ষেত্রেই ইভিএমের পক্ষে কোনো মত এই মুহূর্তে নেই। ইসি শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলো যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। আজ ইসি তা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছে। ইভিএম সামনের কোনো নির্বাচনে ব্যবহার হবে না।
শুধু কেন্দ্রে নয় বরং পুর্বে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে বা আরপিওতে থাকা পুরো আসনে নির্বাচন স্থগিত বা বাতিল করার ক্ষমতা ফেরত চায় ইসি।
ইসি সানাউল্লাহ বলেন তারা (ইসি) বিশ্বাস করে সুপারিশের পরিপ্রেক্ষিতে তারা এই ক্ষমতা ফিরে পাবে।
এ ছাড়াও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা আবার বিবেচনার কথা জানিয়েছে ইসি।
ইসি সানাউল্লাহ বলেন এই বিষয়ে কিছু কিছু জিনিস ফাইন টিউন করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে ওপরে যাঁরা নিয়োগ পাবেন, তাঁদের নিয়োগ কমিশন কর্তৃক অনুমোদিত হবে। আগে যেটা সরাসরি সচিব করতেন, এটা কমিশন করবে।
দ্বৈত নাগরিকত্ব বিষয়ে প্রশ্ন করা হলে ইসি জানান বলেন, এক্ষেত্রে নাগরিককে ঘোষণা দিতে হবে এবং সার্টিফিকেট জমা দিতে হবে।
ভোটার তালিকা সংশোধন করার কথা জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন নারী এবং পুরুষ ভোটারের মধ্যে পার্থক্য ৩০ লাখ থেকে প্রায় ১৮ লাখে নেমে এসেছে। জুলাই মাসের শেষে অথবা আগস্টের শুরুতে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২২ সালের আদমশুমারি নয় বরং বর্তমান ভোটার তালিকার ওপরে ভর করেই আসন পুনর্বিন্যাস করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ।
লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে ‘আনন্দ পরিবহন’ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে ডুবে দুজন নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে রেক্সিন, পলিথিন, প্লাস্টিক, পিভিসি বা পরিবেশের জন্য ক্ষতিকর উপকরণে তৈরি লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন বা ব্যানার ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর বিলবোর্ড ব্যবহারের ক্ষেত্রে রাখা হয়েছে কড়াকড়ি—প্রত্
১ ঘণ্টা আগেমালপাহাড়িয়াদের বসতবাড়ি থেকে উচ্ছেদের বিষয়টি জানাজানি পর দেশব্যাপী তোলপাড় শুরু হলেও এখনো ভয়ে আছে পরিবারগুলো। নিজেদের নিরাপত্তা চেয়ে নগরের কাশিয়াডাঙ্গা থানায় আবেদন করেছে তারা। তাদের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।
১২ ঘণ্টা আগে