leadT1ad

জাকসুর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ২০টি মনোনয়নপত্র বাতিল

স্ট্রিম সংবাদদাতাজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ২১: ২২
সংবাদ সম্মেলনে কথা বলেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। মোট জমা পড়া ২৭৬টি মনোনয়নপত্র থেকে যাছাই-বাছাই শেষে ২০টি বাদ পড়েছে। তবে কাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

আজ সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

খসড়া তালিকায় সহ-সভাপতি (ভিপি) পদে ২০ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৭ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৩০ জন (নারী ৯ জন) প্রার্থীর নাম রয়েছে।

এ ছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ১৩, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক পদে ১৩, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ৯, সাংস্কৃতিক সম্পাদক পদে ৯, সহ-সাংস্কৃতিক সম্পাদক ১১ ও নাট্য সম্পাদক পদে ৭ জন রয়েছেন।

তালিকায় ক্রীড়া সম্পাদক পদে ৫, সহ-ক্রীড়া সম্পাদক (নারী ৬ জন) পদে ১২ , তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ১৪, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে ১৪, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী ৫ জন) পদে ১৪, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে ১২ এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে ৭ জন রযেছেন।

কার্যকরী সদস্য পদে নারীদের জন্য নির্ধারিত তিনটি পদের বিপরীতে ১৭ জন এবং কার্যকরী সদস্য পদে ছাত্রদের জন্য নির্ধারিত তিনটি পদের বিপরীতে ৩২ জন প্রার্থী হয়েছেন।

প্রার্থীতা বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘জাকসু নির্বাচনের জন্য আমদের কাছে যে মোট ২৭৬ টি মনোনয়নপত্র জমা পড়েছিল তার মধ্যে ২০টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাদের মধ্যে কারো কারো পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। ফলে তারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এর বাইরে মনোনয়নপত্রে রেজিস্ট্রেশন নাম্বারসহ বেশ কিছু ভ্রান্ত তথ্যের জন্য কয়েকজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।’

Ad 300x250

যে ছয় মাস আছি, প্রত্যেক জেলায় লিগ্যাল এইডের ব্যবস্থা করে যাব: আইন উপদেষ্টা

মুসলমানি-বাংলা থেকে বাংলাদেশি: ভাষার রাজনৈতিক বিভাজন

রোহিঙ্গারা অধিকার নিয়ে মিয়ানমারে ফিরতে প্রস্তুত: খলিলুর রহমান

ভারতের নতুন নিষেধাজ্ঞা বাংলাদেশের পাটশিল্পে মরার ওপর খাঁড়ার ঘা

‘রোহিঙ্গা সংকট স্থবির হয়ে আছে, সমাধানে আঞ্চলিক-আন্তর্জাতিক সক্রিয়তা জরুরি’

সম্পর্কিত