leadT1ad

৩১ তারিখের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত রূপে পৌঁছাতে হবে: আলী রীয়াজ

স্ট্রিম ডেস্কঢাকা
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১৮: ১৪
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৮: ১৫
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার ২১তম দিনের আলোচনার আগে বক্তব্য দেন অধ্যাপক আলী রীয়াজ।

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদের চূড়ান্ত রূপে পৌঁছাতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আজ মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের আলোচনার শুরুতে এ কথা বলেন তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ বৈঠক আয়োজিত হয়। খবর বাসসের

আলী রীয়াজ বলেন, ‘আমাদের সামনে আজ, আগামীকাল এবং পরশুদিন অর্থাৎ ২৯, ৩০, ৩১ জুলাই এই তিন দিন। ৩১ জুলাইয়ের মধ্যে আমরা যেভাবেই হোক আমাদের সনদের একটা চূড়ান্ত রূপ, অন্তত পক্ষে যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে, সেগুলো সুস্পষ্ট করতে হবে এবং সনদে অন্তর্ভুক্ত করতে হবে।’

আলী রীয়াজ বলেন, ‘ইতিমধ্যেই (রাজনৈতিক দলগুলোর কাছে) প্রাথমিক খসড়াটা দেয়া হয়েছে। আমরা সেগুলোর মন্তব্যের জন্য অপেক্ষা করছি আগামীকাল দুপুর পর্যন্ত।’

সেই মন্তব্য এবং ইতিমধ্যে ঐকমত্যে পৌঁছানো বিষয়গুলো নিয়ে ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদের চূড়ান্ত ধাপে পৌঁছানোর আশা করছেন আলী রীয়াজ। এ সময় কমিশনের প্রতি সহনশীলতা প্রদর্শন করায় রাজনৈতিক নেতাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

আজকের আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ মোট ৩০টি দল।

এ ছাড়া কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও মো. আইয়ুব মিয়া। বৈঠক সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

Ad 300x250

সম্পর্কিত