leadT1ad

ভারত থেকে ‘সেলফি’ পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারীরা, দাবি জুলকারনাইন সায়েরের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯: ৫৮
জুলকারনাইন সায়েরের পোস্ট করা দুই সন্দেহভাজনের ছবি (ফেসবুক থেকে নেওয়া)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোতে সম্পৃক্ততায় সন্দেহভাজন শ্যুটার ফয়সাল করিম মাসুদ এবং তাকে বহনকারী বাইকচালক আলমগীর হোসেন আগেই শনাক্ত হয়েছে। তবে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে দাবি করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে হামলাকারী বিদেশে পালিয়েছেন এমন কোনো তথ্য তারা পাননি।

রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনের একটি ছবি পোস্ট করে দাবি করেছেন, ছবিটি ভারতের আসাম রাজ‍্যের গুয়াহাটিতে তোলা হয়েছে তিনি নিশ্চিত হয়েছেন।

তিনি তাঁর পোস্টে উল্লেখ করেছেন, এই দুই সন্দেহভাজন গতকাল সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করার পর জাহাঙ্গীর কবির নানকের (আওয়ামী লীগ নেতা) পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব, ফয়সাল করিম মাসুদকে একটি ভারতীয় নম্বর জোগাড় করে দেন।

‘বিশেষ গোয়েন্দা সূত্রে’ এ তথ্য জেনেছেন বলেও উল্লেখ করেন সায়ের। তিনি বলেন, ‘এই নম্বরটি ব্যবহার করে গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজেদের এই সেলফি পাঠান ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। যেসব নম্বরে এই ছবিটি পাঠানো হয় তার একটি ইন্টারসেপ্ট করে এই ছবিটি পাওয়া যায়।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত