leadT1ad

হেলমেট ছাড়াই বাইকে পুলিশের নিরাপত্তা মহড়া, বিরূপ সমালোচনা

‘জনগণের নিরাপত্তায় আমরা আছি’ স্লোগানে মঙ্গলবার দিনব্যাপী মহড়ায় নেতৃত্ব দেন আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন। তাঁর নেতৃত্বে ১৫-২০ জন পুলিশ সদস্য মোটরসাইকেলে উপজেলা জুড়ে টহল ও মহড়ায় অংশগ্রহণ করেন। এ সময় হেলমেট বিহীন মোটরসাইকেলচালকদের জরিমানাও করেছেন তাঁরা।

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ফরিদপুর

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১৪: ৪৮
আলফাডাঙ্গায় জননিরাপত্তা মঙ্গলবার মোটরসাইকেলে দিনব্যাপী মহড়া দেন থানার পুলিশ সদস্যরা। সংগৃহীত ছবি

ফরিদপুরের আলফাডাঙ্গায় জননিরাপত্তা নিয়ে গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) মোটরসাইকেলে (বাইকে) দিনব্যাপী সতর্ক মহড়া দিয়েছেন স্থানীয় থানা-পুলিশ। এ সময় হেলমেট বিহীন মোটরসাইকেলচালকদের জরিমানাও করেছেন তাঁরা। তবে মহড়ার মোটরসাইকেল বহরে পুলিশ সদস্যদের কারও মাথায় ছিল না হেলমেট। এ নিয়ে সাধারণ লোকজন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিরূপ সমালোচনা তৈরি হয়েছে।

‘জনগণের নিরাপত্তায় আমরা আছি’ স্লোগানে মঙ্গলবার দিনব্যাপী মহড়ায় নেতৃত্ব দেন আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন। তাঁর নেতৃত্বে ১৫-২০ জন পুলিশ সদস্য মোটরসাইকেলে উপজেলা জুড়ে টহল ও মহড়ায় অংশগ্রহণ করেন।

থানা-পুলিশ সূত্রে জানাগেছে, জনগণের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহড়ার অংশ হিসেবে থানার পুলিশ সদস্যরা আলফাডাঙ্গা বাজার, গুরুত্বপূর্ণ মোড়, জনবহুল স্থান ও গ্রামীণ এলাকায় টহল দেন। এ সময় তারা জনগণকে সচেতন থাকার আহ্বান জানান ও সহযোগিতা কামনা করেন।

মোটরসাইকেল মহড়ার সময় হেলমেট না থাকার বিষয়ে জানতে চাইলে আলফাডাঙ্গা থানার এসআই লিয়াকত হোসেন বলেন, ‘আসলে হেলমেট পড়া উচিৎ ছিল। কিন্তু হেলমেটটা পড়লে ওইভাবে আমরা যে মুভ করছি, বুঝা যেত না। গাড়ি-পোশাক দেখেইতো মানুষ পুলিশ সদস্যদের চিনতে পারে।’

মহড়ার সময় হেলমেট বিহীন মোটরসাইকেলচালকদের জরিমানাও করার বিষয়ে এসআই লিয়াকত বলেন, ‘হেলমেটটা মূলত নিরাপত্তার জন্য পড়া। ওই সময় আমাদের নিরাপত্তাটা জরুরি ছিল না, কারণ আমরা নিজেরা টহল দিচ্ছিলাম। পড়লে ভালো হতো। পরি নাই, যেহেতু আমরা সেভ আছি, আমাদের এক্সপার্ট লোকজনই গাড়ি চালিয়েছেন।’

সব ভুল ধরলে কাজ করা যাবে না উল্লেখ করে লিয়াকত হোসেন বলেন, ‘আমরা নিজেরা স্বল্প একটু জায়গায় ঘুরাঘুরি করেছি। আমাদের হেলমেট পড়া উচিৎ ছিল। পড়লে ভালো হতো। আসলে সব ভুল ধরলে তো আর কাজ করা যাবে না। পরবর্তী সময়ে আমরা হেলমেট পড়ে নিব।’

বিরূপ সমালোচনার বিষয়ে ফরিদপুর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক প্রবীর কান্তি বালা পান্না বলেন, ‘মোটরসাইকেল চালানোর সময় হেলমেট না পরা একটা অপরাধ। হেলমেট বিহীন মোটরসাইকেল চালালে তিন হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। অবশ্যই তাঁদের (পুলিশ সদস্যদের) হেলমেট পড়া উচিত ছিল। আইনের রক্ষক যদি আইন ভঙ্গ করেন, তাহলে এটি শুধু আইন ভঙ্গ না, আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনও বটে।’

পুলিশ সদস্যদের মহড়ার বিষয়ে জানতে চাইলে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, ‘আসলে মহড়ার সময় আমি থানায় ছিলাম না, ফরিদপুরে ছিলাম। তাই বিষয়টি জানা নেই। তারপরও বিষয়টি দেখতেছি। যদি এমন হয় তাহলে পরবর্তীতে যাতে না হয়, সে ব্যবস্থা নেওয়া হবে।’

Ad 300x250

সম্পর্কিত