টাইমের প্রচ্ছদে নিজের ছবি নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প
প্রচ্ছদে দেওয়া ট্রাম্পের ছবিটি নিচের দিক থেকে তোলা হয়েছে। ছবির পেছনে ছিল উজ্জ্বল সূর্যের আলো, যা তাঁর মুখ ও মাথার অংশ ছায়ার আড়ালে ফেলে দেয়। এতে তাঁর পরিচিত চুলের ছাঁট অদৃশ্য হয়ে যায়। মাথার ওপরে একটি ঝাপসা আলো যেন একটি ছোট মুকুটের মতো দেখা যায়।