হেলমেট ছাড়াই বাইকে পুলিশের নিরাপত্তা মহড়া, বিরূপ সমালোচনা
মহড়ায় নেতৃত্ব দেওয়া আলফাডাঙ্গা থানার এসআই লিয়াকত হোসেন বলেন, ‘আসলে হেলমেট পড়া উচিৎ ছিল। কিন্তু হেলমেটটা পড়লে ওইভাবে আমরা যে মুভ করছি, বুঝা যেত না। গাড়ি-পোশাক দেখেইতো মানুষ পুলিশ সদস্যদের চিনতে পারে।’