leadT1ad

ভুয়া জুলাই যোদ্ধা পেলে তালিকা থেকে বাদ, আইনানুগ ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
ছবি: সংগৃহীত

ভুয়া জুলাই যোদ্ধাদের নাম তালিকায় পাওয়া গেলে তা বাতিল করে নতুন গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু গণমাধ্যম ভুয়া জুলাই শহীদ ও যোদ্ধাদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এসব সংবাদ মন্ত্রণালয়ের নজরে এসেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমআইএস থেকে পাঠানো জুলাই শহীদ ও যোদ্ধাদের তালিকা ইতিমধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গেজেট আকারে প্রকাশ করেছে। পরবর্তী যাচাই-বাছাইয়ে যাঁদের নাম ভুয়া বলে চিহ্নিত হয়েছে, সেসব নাম তালিকা থেকে বাদ দিয়ে নতুন গেজেট প্রকাশ করা হয়েছে। এই সংশোধনের প্রক্রিয়া এখনও চলমান।

এ ছাড়া গণমাধ্যমে প্রকাশিত ভুয়া নামগুলোও পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। যাচাই শেষে যাঁদের নাম ভুয়া প্রমাণিত হবে, তাঁরা তালিকা থেকে বাদ পড়বেন। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই শহীদ ও যোদ্ধাদের প্রকৃত তালিকা তৈরিতে মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Ad 300x250

সম্পর্কিত