leadT1ad

নতুন বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্তের পথে

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১৮: ৩২
স্ট্রিম গ্রাফিক

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গঠিত বেতন কমিশনের কাজ দ্রুত এগিয়ে চলছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত সংগ্রহ শেষে এখন সেগুলো যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হচ্ছে। কমিশন আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যেই তারা সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারবে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো একে বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবরণীতে বলা হয়েছে, অনলাইনে চারটি পৃথক প্রশ্নমালার মাধ্যমে সর্বসাধারণের কাছ থেকে পাওয়া মতামত ও সুপারিশগুলো বর্তমানে যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতি কমিশনের সঙ্গে সরাসরি বৈঠক করে তাদের সুপারিশ তুলে ধরেছে। প্রাপ্ত সব সুপারিশ ও মতামত কমিশন পরীক্ষা-নিরীক্ষা করছে।

কমিশন আশা করছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই একটি ন্যায়সঙ্গত ও কার্যকরী নতুন বেতনকাঠামোর সুপারিশসংবলিত প্রতিবেদন সরকারের কাছে পেশ করা সম্ভব হবে।

উল্লেখ্য, নতুন বেতন কাঠামোয় অন্তর্ভুক্ত করার মতো বিষয়গুলো জানতে গত ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানের কর্মী এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতি—এই চার শ্রেণিতে অনলাইনে মতামত গ্রহণ করে বেতন কমিশন।

Ad 300x250

সম্পর্কিত