leadT1ad

জাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা, লড়বে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ ব্যানারে

স্ট্রিম সংবাদদাতাজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ২২: ০৬
জাকসু নির্বাচনে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। স্ট্রিম ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। প্যানেলে ছাত্রশিবির ছাড়াও কয়েকটি সামাজিক সংগঠনের সদস্যরা রয়েছেন।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে জাকসু ও হল সংসদের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হয়। এর পরই বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করে ছাত্রশিবির।

‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে ওই প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন শাখা ছাত্রশিবিরের সদস্য ও ফার্মেসি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল্লাহ আদিব। প্যানেলটি থেকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী হয়েছেন মাজহারুল ইসলাম। ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের এই শিক্ষার্থী শাখা ছাত্রশিবিরের দপ্তর ও প্রচার সম্পাদক।

জাকসুর এজিএস পদ দুটি; একটি ছেলেদের ও আরেকটি মেয়েদের জন্য নির্ধারিত। ছেলেদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবিরের সদস্য ও প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ফিরদৌস আল হাসান এবং এজিএস (মেয়ে) পদে দর্শন বিভাগের আয়েশা সিদ্দিকা মেঘলা প্রতিদ্বন্দ্বিতা করবেন। মেঘলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এবং ধর্ষণবিরোধী মঞ্চ নামে একটি প্ল্যাটফর্মের সদস্য।

পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে শাখা ছাত্রশিবিরের প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক শাফায়েত মীর, ক্রীড়া সম্পাদক পদে ছাত্রশিবিরের সদস্য শফিউজ্জামান শাহীন, সহ-ক্রীড়া সম্পাদক শাখা ছাত্রশিবিরের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক (ছেলে) মাহাদী হাসান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক (মেয়ে) লুবনা, আইটি ও গ্রন্থাগার সম্পাদক পদে শাখা ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক রাশেদুল ইসলাম লিখন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সাংস্কৃতিক সম্পাদক পদে কম্পিউটার স্যায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহরিয়ার, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে শাখা ছাত্রশিবিরের মানবাধিকার সম্পাদক রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী রুহুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আবু উবায়দা উসামা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম, সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক শাখা ছাত্রশিবিরের গবেষণা সম্পাদক হাফেজ আরিফুল ইসলাম, সহ-সমাজসেবা ও সহ-মানবসেবা উন্নয়ন বিষয়ক সম্পাদক (ছেলে) পদে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী তৌহিদ হাসান, সহ-সমাজসেবা ও সহ-মানবসেবা উন্নয়ন বিষয়ক সম্পাদক (মেয়ে) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নিগার সুলতানা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এই প্যানেলের পক্ষ থেকে কার্যকরী সদস্য পদে (মেয়ে) মনোনয়ন দাখিল করেছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ফাবলিহা জাহান, ইতিহাস বিভাগের নাবিলা বিনতে হারুন ও আইন বিভাগের নুসরাত জাহান।

এ ছাড়া কার্যকরী সদস্য পদে (ছেলে) মনোনয়ন জমা দিয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী হাফেজ তরিকুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু তালহা, রসায়ন বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক রাকিবুল ইসলাম এবং বোটানি বিভাগের শিক্ষার্থী কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি মুহিবুল্লাহ এবং দৃষ্টি প্রতিবন্ধী প্রথম বর্ষের শিক্ষার্থী মুহসিন ইসলাম।

প্যানেল ঘোষণার সময় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ভূমিকা পালন করা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন এমন শিক্ষার্থীদের নিয়ে প্যানেল ঘোষণা করা হয়েছে। আমাদের প্যানেলে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী, ৬ জন নারী শিক্ষার্থী, শারীরিকভাবে প্রতিবন্ধকতার শিকার এমন শিক্ষার্থীও রয়েছেন।

Ad 300x250

যুক্তরাষ্ট্র কেন এশিয়ায় নেতৃত্ব হারাচ্ছে

মালয়েশিয়া সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

জাতীয় ঐকমত্য কমিশনের কর্মকাণ্ডের প্রশংসা করলেন ইইউ রাষ্ট্রদূত

জাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা, লড়বে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ ব্যানারে

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্ররোধে নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সম্পর্কিত