.png)
শিক্ষকদের আন্দোলন

স্ট্রিম প্রতিবেদক

দেশের ইবতেদায়ী মাদ্রাসা, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রতিবন্ধীদের বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা পৃথক দাবিতে আন্দোলন করছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের এ তিনটি পক্ষ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে। গত মাসেই আন্দোলন করে ঘরে ফিরেছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আগামী সপ্তাহে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
টানা ১০ দিন অবস্থান কর্মসূচিসহ আট দিনের কর্মবিরতির পর গত ২২ অক্টোবর ক্লাসে ফেরেন দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দাবিতে রাজধানীতে জড়ো হয়ে আন্দোলন করছিলেন তাঁরা। অবশেষে সরকার ১৫ শতাংশ বাড়ি ভাড়া দেওয়ার ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের আন্দোলন শুরু হওয়ার পরদিন থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা। তাঁদের দাবি হলো অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ। টানা ২৩তম দিনের মতো মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা।
তাঁরা বলছেন, গত জানুয়ারিতে মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে ধাপে ধাপে সব ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করা হবে। কিন্তু তার বাস্তবায়ন নেই। আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামছুল আলম স্ট্রিমকে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির দাবি তুলেছেন। এ দাবিতে গত ২৬ অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শতাধিক শিক্ষক-কর্মচারী। গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করলে তাঁদের আটকে দেয় পুলিশ। পরে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের সাত সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়। তবে বৈঠকে কোন সুরাহা আসেনি বলে জানান শিক্ষকেরা। যে কারণে মঙ্গলবার দশম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা।
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সহসভাপতি মেহেদী হাসান রাজু বলেন, বৈঠকে সরকারের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
অন্যদিকে, গত ২ নভেম্বর প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। তাঁরা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবি করছেন। গতকাল তাঁরা সচিবালয় অভিমুখে গেলেও আটকে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ’ ব্যানারে শিক্ষকেরা এ কর্মসূচি চালাচ্ছেন। পরিষদের সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মুনিমুল হক বলেন, সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। এমপিও নীতিমালা ও পরিপত্রের অসম খেলা আর চলতে দেওয়া হবে না।
যদিও আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁরা উপস্থিত না থাকলেও অন্য শিক্ষকেরা রয়েছেন। তাঁরাই শিক্ষা কার্যক্রম চালিয়ে নিচ্ছেন। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান চালু রয়েছে।

এদিকে, সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রদান, ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। আগামী ৮ নভেম্বর থেকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিতভাবে এ কর্মসূচি পালনের কথা জানিয়েছে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’।

দেশের ইবতেদায়ী মাদ্রাসা, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রতিবন্ধীদের বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা পৃথক দাবিতে আন্দোলন করছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের এ তিনটি পক্ষ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে। গত মাসেই আন্দোলন করে ঘরে ফিরেছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আগামী সপ্তাহে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
টানা ১০ দিন অবস্থান কর্মসূচিসহ আট দিনের কর্মবিরতির পর গত ২২ অক্টোবর ক্লাসে ফেরেন দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দাবিতে রাজধানীতে জড়ো হয়ে আন্দোলন করছিলেন তাঁরা। অবশেষে সরকার ১৫ শতাংশ বাড়ি ভাড়া দেওয়ার ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের আন্দোলন শুরু হওয়ার পরদিন থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা। তাঁদের দাবি হলো অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ। টানা ২৩তম দিনের মতো মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা।
তাঁরা বলছেন, গত জানুয়ারিতে মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে ধাপে ধাপে সব ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করা হবে। কিন্তু তার বাস্তবায়ন নেই। আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামছুল আলম স্ট্রিমকে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির দাবি তুলেছেন। এ দাবিতে গত ২৬ অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শতাধিক শিক্ষক-কর্মচারী। গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করলে তাঁদের আটকে দেয় পুলিশ। পরে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের সাত সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়। তবে বৈঠকে কোন সুরাহা আসেনি বলে জানান শিক্ষকেরা। যে কারণে মঙ্গলবার দশম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা।
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সহসভাপতি মেহেদী হাসান রাজু বলেন, বৈঠকে সরকারের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
অন্যদিকে, গত ২ নভেম্বর প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। তাঁরা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবি করছেন। গতকাল তাঁরা সচিবালয় অভিমুখে গেলেও আটকে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ’ ব্যানারে শিক্ষকেরা এ কর্মসূচি চালাচ্ছেন। পরিষদের সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মুনিমুল হক বলেন, সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। এমপিও নীতিমালা ও পরিপত্রের অসম খেলা আর চলতে দেওয়া হবে না।
যদিও আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁরা উপস্থিত না থাকলেও অন্য শিক্ষকেরা রয়েছেন। তাঁরাই শিক্ষা কার্যক্রম চালিয়ে নিচ্ছেন। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান চালু রয়েছে।

এদিকে, সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রদান, ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। আগামী ৮ নভেম্বর থেকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিতভাবে এ কর্মসূচি পালনের কথা জানিয়েছে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’।
.png)

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে মিডিয়া হাউজগুলোর ওয়েব ব্রাউজার ও বিজ্ঞাপন ব্যবস্থাপনার (এডসেন্স সেটআপ) জন্য তৈরি হয়েছে বিশেষ নির্দেশিকা, যা বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভেটিং প্রক্রিয়ায় রয়েছে। অনুমোদনের পর এটি সব মিডিয়াকে সরবরাহ করা হবে।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো দিনব্যাপী গুড় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খেজুর গুড় উৎপাদন, বিপণন ও সংরক্ষণের নানা দিক নিয়ে আলোচনায় মিলিত হন তিন শতাধিক উদ্যোক্তা ও চাষি।
৩ ঘণ্টা আগে
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব বাতিলের কারণ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ মঙ্গলবার সরকারের এক বিবৃতিতে বলা হয়, প্রকল্পটির পরিকল্পনায় ত্রুটি থাকায় সচিব কমিটির সুপারিশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবটি থেকে সরে এসেছে।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পুরো আসনের ভোট বন্ধের ক্ষমতা ফেরত চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া প্রস্তাব অনুমোদন করে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) ২০২৫-এর সংশোধনী প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে