leadT1ad

উত্তরায় বিমান বিধ্বস্ত /উদ্ধারকাজে অংশ নিয়ে আহত ১৭, বেশিরভাগ সেনাসদস্য

বিমান বিধ্বস্তের ঘটনায় বর্তমানে মোট ৯ জন আহত ব্যক্তি সিএমএইচে চিকিৎসাধীন। এ হাসপাতালে ১৪ জনকে (পাইলটসহ) মৃত অবস্থায় আনা হয়েছে।

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ২০: ১৯
আপডেট : ২১ জুলাই ২০২৫, ২০: ২০
উদ্ধারকাজে অংশ নিয়ে অনেকেই আহত হয়েছেন। সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর উদ্ধারকাজে অংশ নেওয়াদের ১৭ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

উদ্ধারকাজে অংশ নিয়ে আহত হওয়া ব্যক্তিরা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছেন। তাঁদের মধ্যে ১৪ জন সেনাসদস্য, একজন পুলিশ এবং একজন ফায়ার সার্ভিস সদস্য।

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাসে দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়।

এরপর সেখানে উদ্ধারকাজ শুরু করে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। অন্যান্য বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও উদ্ধারকাজে সহায়তা করছেন।

ঘটনার পর আহতদের কয়েকজনকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিএমএইচে স্থানান্তর করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।

তাদের দেওয়া তথ্যমতে, বিমান বিধ্বস্তের ঘটনায় বর্তমানে মোট ৯ জন আহত ব্যক্তি সিএমএইচে চিকিৎসাধীন। এ হাসপাতালে ১৪ জনকে (পাইলটসহ) মৃত অবস্থায় আনা হয়েছে।

Ad 300x250

শিক্ষার্থীদের বাঁচাতে প্রাণ দিলেন মাইলস্টোন কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরী

মাইলস্টোনের দুর্ঘটনায় পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে এনসিপি

ঢাকায় বিমান দুর্ঘটনায় নরেন্দ্র মোদির শোকবার্তা

সাগরিকার চার গোলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ঘটনাস্থলে উপস্থিত ছাত্রের বর্ণনায় বিমান বিধ্বস্তের ঘটনার বিবরণ

সম্পর্কিত