সরেজমিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ
আমি তখন ছিলাম ভবন থেকে একটু দূরে। হঠাৎ একটা শব্দ হলো, এত জোরে শব্দ হলো যে মনে হলো কানের পর্দা ফেটে যাচ্ছে। এ সময় দেখি আগুন ওপরে উঠে যাচ্ছে। আমি তখন কী করব, হিতাহিতজ্ঞান ছিল না আমার। অসহায়ের মতো কাঁদছিলাম। মাকে ফোন করে বললাম, ‘মা, বাচ্চারা মারা যাচ্ছে মা, আমি কী করব।
মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পর সারা দিন কালক্ষেপণ করে রাত তিনটায় এইচএসসি পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে সচিবালয় এলাকায় জড়ো হন হাজারো শিক্ষার্থী।
সেনাবাহিনীর সদস্য এবং মাইলস্টোন স্কুলের স্বেচ্ছাসেবকদের বারবার অনুরোধ সত্ত্বেও মানুষ ঘটনাস্থল ত্যাগ না করায় সময়মতো আহতদের সরিয়ে নেওয়া অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে। ফলে প্রাণহানির ঝুঁকিও বেড়ে যায়।
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি(১১) নিখোঁজ ছিল। অবশেষে খুঁজে পাওয়া গেছে তাকে। তবে সে আর বেঁচে নেই।
ফারজানা ইয়াসমিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার শিক্ষক। রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের এই বাসিন্দা প্রায় ২২ বছর ধরে প্রতিষ্ঠানটিতে শিক্ষকতা করছেন।
মর্মান্তিক এ ঘটনায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত সব শেষ সংবাদ জানাচ্ছে, ‘কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত বাংলাদেশে বিমানবাহিনীর বিমান, নিহত কমপক্ষে ৩১ জন। অন্তর্বর্তী সরকারের শোক দিবস ঘোষণা।’
শিক্ষাসচিব সিদ্দিক জোবায়েরকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আজ মঙ্গলবার (২২ জুলাই) মাহফুজ আলম এ কথা বলেন।
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আহতের বর্তমান পরিস্থিতি নিয়ে দুপুরে প্রেস ব্রিফিং করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সায়েদুর রহমান।
মোটর সাইকেল নিয়ে বিমান দুর্ঘটনার শিকার রোগীর পরিবারগুলোকে যাতায়াতসেবা দিচ্ছেন তুষার
মোটর সাইকেল নিয়ে বিমান দুর্ঘটনার শিকার রোগীর পরিবারগুলোকে যাতায়াতসেবা দিচ্ছেন তুষার
বেঁচে ফেরা প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীর বর্ণনায় মাইলস্টোনের ঘটনা।
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাসদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর মারধরের অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ার দুর্ঘটনার পর ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও অনেক শিশুর সন্ধান পাচ্ছে না অভিভাবকেরা। নানান যায়গায় ঘুরেও তারা পাচ্ছে না সদুত্তর।
২১ জুলাই সোমবার ঢাকার উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। দুর্ঘটনার সময় স্কুল শাখার শিক্ষার্থীরা ভবনটিতে উপস্থিত ছিল।
বিমান বিধ্বস্তের ঘটনায় আইএসপিআর
আইএসপিআর দেওয়া তথ্য অনুসারে, এ দুর্ঘটনায় আহত হয়ে ১০টি হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন।
সায়ানের বাবা এ এফ এম ইউসুফ কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘আমার ছেলে খুবই ব্রিলিয়ান্ট ছিল। এই দেশে জীবনের কোনো নিরাপত্তা নেই। আমরা এই দেশে আর থাকব না। এই দেশের পলিটিশিয়ানরা পরিবেশকে পলিউটেড করে ফেলেছে।’
নাতির ছবি হাতে নিয়ে নিজের ঘরে বিলাপ করছেন কংহলাপ্রু মারমা ও ক্রাপ্রুমা মারমা। লেখাপড়ার জন্য নাতিকে পাঠিয়েছিলেন ঢাকায়। মেধাবী ছিল বলে বড় আশা করে মাইলস্টোন কলেজে ভর্তি করানো হয়। কিন্তু নাতির মৃত্যুর খবর শুনে নিজেকে সামলাতে পারছেন না কংহলাপ্রু মারমা।