leadT1ad

উত্তরায়–বিমান–বিধ্বস্ত /বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১৯: ১৪
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এবং কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। সন্তানদের বিষয়ে তথ্য গোপনের কোনো ইচ্ছা সামরিক বাহিনীর নেই।

আজ বুধবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমনটি জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী।

বিবৃতিতে বলা হয়, ‘যেকোনো গণমাধ্যম চাইলেই এ বিষয়ে (নিহতের সংখ্যা) তদন্ত করতে পারে। সেনাবাহিনীসহ যে কাউকে ইন্টারভিউ করতে পারে বা সংশ্লিষ্ট যেকোনো স্থান পরিদর্শন করতে পারে। আমরা সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত আছি।’

আইএসপিআরের দল ঘটনাস্থলে উপস্থিত ছিল জানিয়ে বিবৃতি বলা হয়, ‘ঘটনার পরপরই কোনো পূর্ব-নির্দেশনা ছাড়াই বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে দ্রুত সাড়া দিয়েছে, যেমনটি সবসময় করে থাকে। আমাদের সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস আমাদের নেই।’

Ad 300x250

সম্পর্কিত