leadT1ad

ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে মিডিয়া সহযোগিতা বাড়াতে বাকু ঘোষণা গৃহীত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ২২: ২১
ডি-৮ মিডিয়া ফোরামে বক্তব্য দিচ্ছেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। ছবি ভিডিও থেকে নেওয়া

উন্নয়নশীল আট মুসলিম দেশের জোট ডি-৮ এর সদস্য দেশগুলোর মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা বৃদ্ধি, ভুল তথ্য প্রতিরোধ ও আঞ্চলিক সংহতি জোরদার করার লক্ষ্যে ‘বাকু ঘোষণা ২০২৫’ (বাকু ডিক্লারেশন ২০২৫) গৃহীত হয়েছে।

আজ শুক্রবার (২১ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত প্রথম ডি-৮ মিডিয়া ফোরামে এই ঘোষণা দেওয়া হয়।

সদস্য দেশগুলোর সরকার ও গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে ‘সংলাপ, সহযোগিতা ও আঞ্চলিক সংহতি বৃদ্ধি’ প্রতিপাদ্যে এই ফোরাম অনুষ্ঠিত হয়। মিডিয়া ফোরামে বাংলাদেশ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে। তাঁরা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূর মো. মাহবুবুল হক, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববি, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান বার্তা সম্পাদক মো. আকতারুজ্জামান এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক তানজিম তামান্না।

ঘোষণায় ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, আঞ্চলিক সংহতি ও অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য মিডিয়া সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। এই সহযোগিতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে ডি-৮ মিডিয়া ফোরামকে স্থায়ী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রস্তাবকে স্বাগত জানানো হয়।

ঘোষণায় আজারবাইজানে ‘ডি-৮ মিডিয়া এক্সিলেন্স সেন্টার’ দ্রুত চালু করার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়। এই কেন্দ্র প্রশিক্ষণ, গবেষণা, উদ্ভাবন, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি ও সমন্বিত যোগাযোগ উদ্যোগের কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করবে। এছাড়া, সদস্য দেশগুলোর জাতীয় সংবাদ সংস্থা, গণমাধ্যম কর্তৃপক্ষ ও পাবলিক ব্রডকাস্টারদের মধ্যে তথ্য বিনিময়, কৌশলগত সমন্বয় এবং যৌথভাবে কনটেন্ট তৈরির উদ্যোগকে উৎসাহিত করা হয়েছে।

সাংস্কৃতিক ও শিক্ষামূলক কনটেন্ট বিনিময় এবং যৌথ প্রযোজনার সুবিধার্থে ‘ব্রডকাস্টিং অ্যাসোসিয়েশন অব ডি-৮ কান্ট্রিজ’ প্রতিষ্ঠার উদ্যোগকেও স্বাগত জানানো হয়।

বাকু ঘোষণায় ভুল তথ্য, গুজব ও বিদ্বেষমূলক বক্তব্য মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টা, অভিন্ন ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা এবং দ্রুত যোগাযোগ চ্যানেল তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে, নৈতিক সাংবাদিকতা সমুন্নত রাখতে অভিন্ন ‘ডি-৮ কোড অব কন্ডাক্ট’ তৈরির প্রতিও সমর্থন জানানো হয়।

ফোরামে অংশগ্রহণকারী দেশগুলো হলো আজারবাইজান, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।

Ad 300x250

সম্পর্কিত