স্ট্রিম প্রতিবেদক

ভূমিকম্পের কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের আবাসিক হল ও একাডেমিক ভবনে ফাটল দেখা দিয়েছে। এর মধ্যে ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ ও মেডিকেল কলেজ রয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্পের সময় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। ভবন থেকে বের হতে গিয়ে হুড়োহুড়ি ও লাফ দেওয়ায় কয়েকজনের আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের চারতলা ভবন থেকে লাফ দিয়ে তিনজন ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এক শিক্ষার্থী লাফ দিয়ে আহত হয়েছেন। এ ছাড়া কবি জসীমউদ্দীন হল, সূর্যসেন হল, ফজলুল হক মুসলিম হল ও ড. মুহাম্মদ শহিদুল্লাহ হলের কয়েকজন শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়ায় গেছে।
ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবনের পলেস্তারা খসে পড়েছে। মুহসীন হলসহ কয়েকটি হলে এমন ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ ফেসবুকে লিখেছেন, 'আজকের ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি হলের কিছু ভবনে পলেস্তারা খসে পড়েছে। দুটি হলে দেয়ালের ইট ভেঙে কিছু কিছু টুকরা অংশ ভেঙে পড়েছে। এসব জীর্ণ দেয়ালের অবস্থা দেখে শিক্ষার্থীরা ভীত হয়ে কেউ কেউ লাফ দিয়ে বা দ্রুত বের হতে গিয়ে আহত হয়েছেন। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে, পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। ছাত্রী হলে কিছু বোনেরা সেন্সলেসও হয়েছেন।'
ভূমিকম্পের ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা ফজলুল হক হলের দেয়ালে নতুন করে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে নিরাপত্তা চেয়ে ও হল পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন তাঁরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অন্তত আটটি আবাসিক হলে ফাটল দেখা দিয়েছে। এর মধ্যে নবনির্মিত ১০ তলাবিশিষ্ট তিনটি হলও রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, নবনির্মিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের সাত তলার সি-ব্লকের ফ্লোরে এবং ৬ তলার বি-ব্লকের ওয়াশরুমের দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। ফাটল ধরেছে নবনির্মিত শহীদ তাজউদ্দীন আহমদ হলের ৯ তলার বি-ব্লকের ফ্লোরে। এছাড়া ছাত্রীদের জন্য নবনির্মিত রোকেয়া হলেও ফাটল দেখা দিয়েছে।
এর বাইরে ফজিলতুন্নেসা হলেও ফাটল দেখা দিয়েছে। ১০ নম্বর ছাত্র হলের (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) দুই ব্লকের সংযোগস্থলে ভূমিকম্পের কারণে ফাঁকা হয়ে গেছে। শহীদ রফিক-জব্বার হল, বেগম সুফিয়া কামাল হল, ১৩ নম্বর ছাত্রী হলের (সাবেক শেখ হাসিনা হল) বিভিন্ন জায়গায় ফাটল দেখা গেছে।
এদিকে, রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাতটি হলের মধ্যে অন্তত তিনটিতে ফাটল দেখা গেছে। বিশ্ববিদ্যালয়টির সবচেয়ে পুরনো শেরেবাংলা হলে একাধিক ফাটলসহ পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। আতঙ্কিত হয়ে হলের ব্যালকনি থেকে লাফ দিয়ে আহত হয়েছেন ছাব্বির আহমেদ নামের এক শিক্ষার্থী। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দুটি হলের দেয়ালে ফাটল দেখা গেছে। এতে উদ্বেগ জানিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকার কবি নজরুল সরকারি কলেজের একমাত্র ছাত্রাবাসের বিভিন্ন কক্ষে ফাটল দেখা দিয়েছে। শহীদ শামসুল আলম নামের ওই ছাত্রাবাসের বেশ কিছু স্থানে পলেস্তারাও খসে পড়েছে। ভূমিকম্প অনুভূত হলে শিক্ষার্থীরা আতঙ্কে ছাত্রাবাসের বাইরে অবস্থান নেন।
ভূমিকম্পের প্রভাবে রাজধানীর তিনটি সরকারি মেডিকেল কলেজের ছাত্রাবাসেও ফাটল দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হোস্টেলের বিভিন্ন কক্ষের দেয়াল ও সিলিংয়ে ফাটল দেখা গেছে। পাশাপাশি খসে পড়েছে পলেস্তারা। রাজধানীর তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ভবনে ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও ভবনের ভেতরে কাঁচের দরজা ভেঙে গেছে। পলেস্তারা খসে পড়ার ঘটনাও ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভবনগুলোর ক্ষয়ক্ষতির ছবি পোস্ট করেছেন শিক্ষার্থীরা। যদিও তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি স্ট্রিম। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া ছবিতে দেখা গেছে, সাউথইস্ট ইউনিভার্সিটির এক ভবনে দীর্ঘ ফাটল রয়েছে। সেখান থেকে পলেস্তারা খুলে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের আরেকটি ভবনের দেওয়ালেও ফাটল দেখা যায়।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ভবনের শ্রেণিকক্ষে ছাদ থেকে পলেস্তারা খসে পড়েছে। সেখানে ফাটলও দেখা গেছে। পুরো শ্রেণিকক্ষে ভেঙে পড়া ইটের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ভবনের দেওয়ালে দুই জায়গায় ভূমিকম্পের পর ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া বেশ কিছু কক্ষের ছাদ থেকে পলেস্তারা খসে পড়েছে।

ভূমিকম্পের কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের আবাসিক হল ও একাডেমিক ভবনে ফাটল দেখা দিয়েছে। এর মধ্যে ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ ও মেডিকেল কলেজ রয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্পের সময় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। ভবন থেকে বের হতে গিয়ে হুড়োহুড়ি ও লাফ দেওয়ায় কয়েকজনের আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের চারতলা ভবন থেকে লাফ দিয়ে তিনজন ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এক শিক্ষার্থী লাফ দিয়ে আহত হয়েছেন। এ ছাড়া কবি জসীমউদ্দীন হল, সূর্যসেন হল, ফজলুল হক মুসলিম হল ও ড. মুহাম্মদ শহিদুল্লাহ হলের কয়েকজন শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়ায় গেছে।
ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবনের পলেস্তারা খসে পড়েছে। মুহসীন হলসহ কয়েকটি হলে এমন ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ ফেসবুকে লিখেছেন, 'আজকের ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি হলের কিছু ভবনে পলেস্তারা খসে পড়েছে। দুটি হলে দেয়ালের ইট ভেঙে কিছু কিছু টুকরা অংশ ভেঙে পড়েছে। এসব জীর্ণ দেয়ালের অবস্থা দেখে শিক্ষার্থীরা ভীত হয়ে কেউ কেউ লাফ দিয়ে বা দ্রুত বের হতে গিয়ে আহত হয়েছেন। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে, পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। ছাত্রী হলে কিছু বোনেরা সেন্সলেসও হয়েছেন।'
ভূমিকম্পের ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা ফজলুল হক হলের দেয়ালে নতুন করে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে নিরাপত্তা চেয়ে ও হল পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন তাঁরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অন্তত আটটি আবাসিক হলে ফাটল দেখা দিয়েছে। এর মধ্যে নবনির্মিত ১০ তলাবিশিষ্ট তিনটি হলও রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, নবনির্মিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের সাত তলার সি-ব্লকের ফ্লোরে এবং ৬ তলার বি-ব্লকের ওয়াশরুমের দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। ফাটল ধরেছে নবনির্মিত শহীদ তাজউদ্দীন আহমদ হলের ৯ তলার বি-ব্লকের ফ্লোরে। এছাড়া ছাত্রীদের জন্য নবনির্মিত রোকেয়া হলেও ফাটল দেখা দিয়েছে।
এর বাইরে ফজিলতুন্নেসা হলেও ফাটল দেখা দিয়েছে। ১০ নম্বর ছাত্র হলের (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) দুই ব্লকের সংযোগস্থলে ভূমিকম্পের কারণে ফাঁকা হয়ে গেছে। শহীদ রফিক-জব্বার হল, বেগম সুফিয়া কামাল হল, ১৩ নম্বর ছাত্রী হলের (সাবেক শেখ হাসিনা হল) বিভিন্ন জায়গায় ফাটল দেখা গেছে।
এদিকে, রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাতটি হলের মধ্যে অন্তত তিনটিতে ফাটল দেখা গেছে। বিশ্ববিদ্যালয়টির সবচেয়ে পুরনো শেরেবাংলা হলে একাধিক ফাটলসহ পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। আতঙ্কিত হয়ে হলের ব্যালকনি থেকে লাফ দিয়ে আহত হয়েছেন ছাব্বির আহমেদ নামের এক শিক্ষার্থী। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দুটি হলের দেয়ালে ফাটল দেখা গেছে। এতে উদ্বেগ জানিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকার কবি নজরুল সরকারি কলেজের একমাত্র ছাত্রাবাসের বিভিন্ন কক্ষে ফাটল দেখা দিয়েছে। শহীদ শামসুল আলম নামের ওই ছাত্রাবাসের বেশ কিছু স্থানে পলেস্তারাও খসে পড়েছে। ভূমিকম্প অনুভূত হলে শিক্ষার্থীরা আতঙ্কে ছাত্রাবাসের বাইরে অবস্থান নেন।
ভূমিকম্পের প্রভাবে রাজধানীর তিনটি সরকারি মেডিকেল কলেজের ছাত্রাবাসেও ফাটল দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হোস্টেলের বিভিন্ন কক্ষের দেয়াল ও সিলিংয়ে ফাটল দেখা গেছে। পাশাপাশি খসে পড়েছে পলেস্তারা। রাজধানীর তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ভবনে ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও ভবনের ভেতরে কাঁচের দরজা ভেঙে গেছে। পলেস্তারা খসে পড়ার ঘটনাও ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভবনগুলোর ক্ষয়ক্ষতির ছবি পোস্ট করেছেন শিক্ষার্থীরা। যদিও তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি স্ট্রিম। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া ছবিতে দেখা গেছে, সাউথইস্ট ইউনিভার্সিটির এক ভবনে দীর্ঘ ফাটল রয়েছে। সেখান থেকে পলেস্তারা খুলে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের আরেকটি ভবনের দেওয়ালেও ফাটল দেখা যায়।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ভবনের শ্রেণিকক্ষে ছাদ থেকে পলেস্তারা খসে পড়েছে। সেখানে ফাটলও দেখা গেছে। পুরো শ্রেণিকক্ষে ভেঙে পড়া ইটের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ভবনের দেওয়ালে দুই জায়গায় ভূমিকম্পের পর ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া বেশ কিছু কক্ষের ছাদ থেকে পলেস্তারা খসে পড়েছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় অনুভূত ভূমিকম্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন আবাসিক হলে ফাটল দেখা দিয়েছে। তবে হলের দেয়াল বা মেঝেতে ফাটলে উত্তেজিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. নাসির উদ্দীন।
২৯ মিনিট আগে
শুক্রবারের ভূমিকম্পে ঢাকায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। আজ শুক্রবার (২১ নভেম্বর) এ সংক্রান্ত প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানায় তারা।
১ ঘণ্টা আগে
উন্নয়নশীল আট মুসলিম দেশের জোট ডি-৮ এর সদস্য দেশগুলোর মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা বৃদ্ধি, ভুল তথ্য প্রতিরোধ ও আঞ্চলিক সংহতি জোরদার করার লক্ষ্যে ‘বাকু ঘোষণা ২০২৫’ (বাকু ডিক্লারেশন ২০২৫) গৃহীত হয়েছে।
১ ঘণ্টা আগে
একটি ৭ মাত্রার ভূমিকম্পে ঢাকার প্রায় ৩৫ শতাংশ ভবন ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। ঝুঁকি ঠেকাতে এখনই সব আবাসিক ভবনের গুণগত মান পরীক্ষা করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পূরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী।
৪ ঘণ্টা আগে