leadT1ad

ভূমিকম্পে ঢাকায় নিহত ৩, আহত ৫৯: জেলা প্রশাসন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ২২: ২৭
রাজধানীর বংশালের কসাইটুলিতে সাততলা ভবনের ছাদের রেলিং ভেঙে ইট নিচে পড়ে। ছবি সংগৃহীত

শুক্রবারের ভূমিকম্পে ঢাকায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। আজ শুক্রবার (২১ নভেম্বর) এ সংক্রান্ত প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানায় তারা।

জেলা প্রশাসক মো. রেজাউল করিমের সই করা প্রতিবেদনে বলা হয়েছে, আজ ২১ নভেম্বর ২০২৫ সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পে রাজধানীর বংশাল আরমানীটোলা, মাতুয়াইল, খিলগাঁও, হাতিরঝিল, কলাবাগান ও নিউমার্কেট এলাকার কয়েকটি ভবন এবং ঢাকা কলেজের ইলিয়াস হল ক্ষতিগ্রস্ত হয়েছে।

‘এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন এবং আহত ৫৯ জন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

প্রতিবেদনে জানানো হয়েছ, ভূমিকম্পের পরপরই পরিস্থিতি পর্যবেক্ষণ ও ব্যবস্থা নেওয়ার জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে জেলা প্রশাসন। নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর ০২-৪১০৫১০৬৫ ও ০১৭০০-৭১৬৬৭৮।

Ad 300x250

সম্পর্কিত