leadT1ad

শহিদুলের প্রতি আমার অনুভূতি বিশ্বব্যাপী প্রতিধ্বনিত: রেহনুমা আহমেদ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
রেহনুমা আহমেদ। ছবি: সংগৃহীত।

ইসরায়েলি বাহিনীর হাতে স্বামী শহিদুল আলম আটক হওয়ার পরও নিজেকে একা মনে হয়নি বলে জানিয়েছেন লেখক, কলামনিস্ট ও দৃক পিকচার লাইব্রেরির পরিচালক রেহনুমা আহমেদ।

তিনি স্ট্রিম-এ পাঠানো এক বার্তায় বলেন, ‘শহিদুলকে নিয়ে আমার অনুভূতি—ভালোবাসা ও উদ্বেগ, গর্ব ও ক্ষোভ, আমাদের যৌথ রাগ ও প্রতিরোধ—দেশে ও বিদেশে অসংখ্য মানুষের মধ্যে প্রতিধ্বনিত হয়েছে। তাই আমি একটুও নিঃসঙ্গ অনুভব করছি না।’

রেহনুমা আরও বলেন, ‘আমি জানি, সেও একা নয়। কনশানস জাহাজের কেউই অস্ত্র বহন করছিল না। তারা ছিলেন সাংবাদিক, চিকিৎসক ও নাবিক— যারা কেবল ভালোবাসা ও সংহতির বার্তা নিয়ে গাজায় যাচ্ছিলেন। ইসরায়েল তা জানত।

‘তবুও কনশানস জাহাজটিকে থামিয়ে সবাইকে অপহরণ করা হয়েছে, কারণ ইসরায়েল গাজা অবরোধ চালিয়ে যেতে চায়। আর এটি তাদের গণহত্যারই অংশ। মানবতা এখন গাজায় অবরুদ্ধ। বিশ্ব মানবতাকে পুনরুদ্ধার করতে হলে আমাদের গাজার তীরে পৌঁছাতেই হবে, ফিলিস্তিনকে স্বাধীন করতেই হবে।’

রেহনুমা ও শহিদুল আজীবন ফিলিস্তিনের স্বাধীনতার জন্য নানা তৎপরতা চালিয়ে আসছেন। ছবি: সংগৃহীত।
রেহনুমা ও শহিদুল আজীবন ফিলিস্তিনের স্বাধীনতার জন্য নানা তৎপরতা চালিয়ে আসছেন। ছবি: সংগৃহীত।

বুধবার সকালে বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি জানান, গাজার অবরোধ ভাঙা ও মানবিক সহায়তা নিয়ে যাওয়া তাদের ‘থাউজেন্ড মাদলিনস টু গাজা’র মিডিয়া ফ্লোটিলা সাগরে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে এবং তাকে অপহরণ করা হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত