.png)
উক্যাচিং এর মা বাবা খবর পেয়ে ঢাকায় গেছেন। উক্যাচিং মারমার বাবা উসাইমং মারমা মোবাইলে স্ট্রিমকে জানিয়েছেন, তাঁরা ছেলের মরদেহ নিয়ে আজ মঙ্গলবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। আগামীকাল বুধবার বাঙালহালিয়া কিউংধং পাড়ায় তাঁদের পারিবারিক শশ্মানে সৎকার করা হবে।

স্ট্রিম সংবাদদাতা

নাতির ছবি হাতে নিয়ে নিজের ঘরে বিলাপ করছেন কংহলাপ্রু মারমা ও ক্রাপ্রুমা মারমা। লেখাপড়ার জন্য নাতিকে পাঠিয়েছিলেন ঢাকায়। মেধাবী ছিল বলে বড় আশা করে মাইলস্টোন কলেজে ভর্তি করানো হয়। কিন্তু নাতির মৃত্যুর খবর শুনে নিজেকে সামলাতে পারছেন না কংহলাপ্রু মারমা। রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজ পাড়ায় বইছে শোকের মাতম।
কংহলাপ্রু মারমা (৭৫) বলেন, ‘নাতিকে এভাবে হারাব কখনো ভাবিনি। অত্যন্ত ভদ্র ও সুর্দশন ছিল আমার নাতি। সে অনেক মেধাবী ছাত্র ছিল। লেখাপড়ার জন্য ঢাকাতে গেছিল। কিন্তু লাশ হয়ে ফিরছে আমার নাতি। নাতির সঙ্গে কত স্মৃতি। আমি নিজেকে কি দিয়ে বুঝ দিই।’

কংহলাপ্রু মারমার নাতি উক্যাচিং মারমা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ হলে তাকে রাজধানীর বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সে মৃত্যুবরণ করে।
উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাস সংলগ্ন ছাত্রাবাসে উক্যাচিং মারমা থাকত। তবে রাজধানীতে থাকেন তাঁর মাসি নেলী মারমা। দুর্ঘটনার পর তিনি উক্যাচিং মারমার সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। উক্যাচিং এর মা বাবা খবর পেয়ে ঢাকায় গেছেন। উক্যাচিং মারমার বাবা উসাইমং মারমা মোবাইলে স্ট্রিমকে জানিয়েছেন, তাঁরা ছেলের মরদেহ নিয়ে আজ মঙ্গলবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। আগামীকাল বুধবার বাঙালহালিয়া কিউংধং পাড়ায় তাঁদের পারিবারিক শশ্মানে সৎকার করা হবে।
উক্যাচিং এর দাদি ক্রাপ্রুমা মারমা (৬৫) বলেন, নাতিকে কোলেপিঠে করে মানুষ করেছি। তারা বান্দরবান থাকলেও ছুটিতে দাদুর বাড়িতে আসত। কত দুষ্টুমি করতো আমার নাতিটা। নাতির এই মৃত্যু আমরা কোনো ভাবেই মানতে পারছি না। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো সে সামান্য আঘাত পেয়েছে কিন্তু পরে যখন নাতি উক্যচিং এর অবস্থা সংকটাপন্ন হওয়ার কথা শুনি তখন নিজেকে আর ঠিক রাখতে পারছিলাম।
সোমবার (২১ জুলাই) বেলা ১টায় ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনী একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। সেখানেই স্কুলে অবস্থান করছিলো রাঙামাটির ছেলে উক্য চিং মারমা। এ ঘটনায় তার শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়।

নাতির ছবি হাতে নিয়ে নিজের ঘরে বিলাপ করছেন কংহলাপ্রু মারমা ও ক্রাপ্রুমা মারমা। লেখাপড়ার জন্য নাতিকে পাঠিয়েছিলেন ঢাকায়। মেধাবী ছিল বলে বড় আশা করে মাইলস্টোন কলেজে ভর্তি করানো হয়। কিন্তু নাতির মৃত্যুর খবর শুনে নিজেকে সামলাতে পারছেন না কংহলাপ্রু মারমা। রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজ পাড়ায় বইছে শোকের মাতম।
কংহলাপ্রু মারমা (৭৫) বলেন, ‘নাতিকে এভাবে হারাব কখনো ভাবিনি। অত্যন্ত ভদ্র ও সুর্দশন ছিল আমার নাতি। সে অনেক মেধাবী ছাত্র ছিল। লেখাপড়ার জন্য ঢাকাতে গেছিল। কিন্তু লাশ হয়ে ফিরছে আমার নাতি। নাতির সঙ্গে কত স্মৃতি। আমি নিজেকে কি দিয়ে বুঝ দিই।’

কংহলাপ্রু মারমার নাতি উক্যাচিং মারমা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ হলে তাকে রাজধানীর বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সে মৃত্যুবরণ করে।
উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাস সংলগ্ন ছাত্রাবাসে উক্যাচিং মারমা থাকত। তবে রাজধানীতে থাকেন তাঁর মাসি নেলী মারমা। দুর্ঘটনার পর তিনি উক্যাচিং মারমার সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। উক্যাচিং এর মা বাবা খবর পেয়ে ঢাকায় গেছেন। উক্যাচিং মারমার বাবা উসাইমং মারমা মোবাইলে স্ট্রিমকে জানিয়েছেন, তাঁরা ছেলের মরদেহ নিয়ে আজ মঙ্গলবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। আগামীকাল বুধবার বাঙালহালিয়া কিউংধং পাড়ায় তাঁদের পারিবারিক শশ্মানে সৎকার করা হবে।
উক্যাচিং এর দাদি ক্রাপ্রুমা মারমা (৬৫) বলেন, নাতিকে কোলেপিঠে করে মানুষ করেছি। তারা বান্দরবান থাকলেও ছুটিতে দাদুর বাড়িতে আসত। কত দুষ্টুমি করতো আমার নাতিটা। নাতির এই মৃত্যু আমরা কোনো ভাবেই মানতে পারছি না। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো সে সামান্য আঘাত পেয়েছে কিন্তু পরে যখন নাতি উক্যচিং এর অবস্থা সংকটাপন্ন হওয়ার কথা শুনি তখন নিজেকে আর ঠিক রাখতে পারছিলাম।
সোমবার (২১ জুলাই) বেলা ১টায় ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনী একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। সেখানেই স্কুলে অবস্থান করছিলো রাঙামাটির ছেলে উক্য চিং মারমা। এ ঘটনায় তার শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়।
.png)

‘জুলাই জাতীয় সনদ’ ও ‘জুলাই ঘোষণার’ আলোকে রাষ্ট্র সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
২ ঘণ্টা আগে
বৈঠক শেষে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের মূল বক্তব্যে কমিশন স্পষ্ট কিছু বলেনি অভিযোগ করে আখতার হোসেন বলেন, তাঁরা এখনো আশাবাদী হতে পারছেন না।
৩ ঘণ্টা আগে
নোয়াখালীকে বিভাগ হিসেবে বাস্তবায়নের দাবিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছেন ‘নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলন’-এর নেতারা। বৈঠকে কমিশন নেতারা এই দাবির সঙ্গে একমত পোষণ করে জানিয়েছেন, নতুন বিভাগ বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট জেলাগুলোতে গণশুনানির জন্য সরকারকে সুপারিশ করা হবে।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, লিখিত পরীক্ষায় ৭ হাজার ৯১৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
৪ ঘণ্টা আগে