leadT1ad

সীমানা জটিলতা রেখেই বৃহস্পতিবার তফসিল ঘোষণা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বাংলাদেশ নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার চূড়ান্ত ধাপে পৌঁছেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে উচ্চ আদালতের রায়ে কিছুটা আইনি জটিলতা সৃষ্টি হয়েছে। এই সম্ভাব্য জটিলতা রেখেই আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি। আগামীকাল সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) রেকর্ডকৃত ভাষণ সম্প্রচার করা হবে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা করা হবে। সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সংসদ নির্বাচন ও গণভোট—উভয়ের তফসিল একই সঙ্গে ঘোষণা করা হবে। ৩০০ আসনেই তফসিল দেওয়া হবে।’

বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বহালে আদালতের নির্দেশ প্রসঙ্গে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘কাল তফসিল ঘোষণা করা হবে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে ৩০০ আসনেই তফসিল দেওয়ার। কারণ, আমরা এখনো পর্যন্ত আদালতের কোনো আদেশ পাইনি। পরে যদি সংশোধন লাগে, সেটা সেভাবে করা যাবে।’

এতে আদালত অবমাননা (কোর্ট অব কনটেম্পট) হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো পর্যন্ত কোনো অর্ডার আমাদের হাতে এসে পৌঁছায়নি। যেটা পাইনি, সেটা নিয়ে কথা বলার থাকে না।’

তবে আদালতের রায়ের ফলে ন্যূনতম দুটি জেলার ৯টি আসন নিয়ে জটিলতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। ইসি সূত্রে জানা গেছে, হাইকোর্টের রায় এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে যে কতটি আসনে সংশোধন দরকার বা কোনো আসনে নির্বাচন স্থগিত রাখার প্রয়োজন পড়বে কি না।

আজ বুধবার বাগেরহাটের সীমানা সংক্রান্ত রিটে হাইকোর্টের রায়ের ওপর চেম্বার আদালতের দেওয়া স্থিতাবস্থার আদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে হাইকোর্টের আগের রায়ই বহাল রইল। এর আগে হাইকোর্ট বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশ করতে ইসিকে নির্দেশ দিয়েছিলেন। রায়ে বলা হয়, সর্বশেষ ২০২২ সালের জনশুমারির ভিত্তিতে ২০২৩ সালের ১ জুলাইয়ের গেজেট অনুসারে আগের মতো সংসদীয় আসন বাগেরহাট-১, ২, ৩ ও ৪ পুনর্বহাল করতে হবে।

উল্লেখ্য, ইসি বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটি করায় এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছিল। এর বিপরীতে ইসি এবং গাজীপুর-৬ আসনের এক মনোনয়নপ্রত্যাশী আপিল করেছিলেন।

এদিকে, তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বুধবার দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে প্রবেশ করে পাঁচ সদস্যের প্রতিনিধিদল এবং সাক্ষাৎ শেষে দুপুর ২টায় বেরিয়ে যান। এ সময় রাষ্ট্রপতিকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়।

এবারের নির্বাচনে ভোট দেবেন প্রায় ১৩ কোটি নাগরিক। হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

ভোটারদের জন্য ৪২ হাজার ৭৬১টি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে, যেখানে মোট ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। দুই নির্বাচনের ভোট একসঙ্গে হওয়ায় গোপন কক্ষের সংখ্যা বাড়তে পারে। এবার ভোটগ্রহণ হবে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।

Ad 300x250

সম্পর্কিত