leadT1ad

হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় ইনকিলাব মঞ্চের মামলা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় মামলা দায়ের হয়েছে। এই মামলার বাদি হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

আজ সোমবার সকালে পল্টন থানার ডিউটি অফিসার এস আই নুরুজ্জামান স্ট্রিমকে এসব তথ্য জানান।

তিনি জানান, মামলার এজাহারে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও অজ্ঞাত আসামিদের কথাও বলা হয়েছে।

মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ স্ট্রিমকে বলেন, ‘ওসমান হাদির উপর হামলার ঘটনায় মামলা রুজু করা হয়েছে। পল্টন থানার মামলা নং ১৯, তারিখ ১৪/১২/২৫, ধারা ১২০( বি)/৩২৬/৩০৭/১০৯/৩৪ পেনাল কোড।’

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, রমনা ও শাহবাগ থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন হাদি। সে জন্য প্রতি শুক্রবার তিনি জনসংযোগ করেন। গত ১২ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে মতিঝিলের একটি মসজিদে এ ধরনের একটি প্রচার শেষে সতীর্থদের সঙ্গে মধ্যাহ্নভোজের জন্য ব্যাটারি রিকশায় সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন তিনি।

চলন্ত রিকশায় থাকা অবস্থাতেই দুপুরে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় পানির ট্যাংকির সামনে মোটরসাইকেলের পেছনে বসা আততায়ী হাদিকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে, যা তার মাথায় লাগে।

গুলিবিদ্ধ হওয়ার পর হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিষ্কে একটি অস্ত্রোপচার শেষে তাঁকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। হাদির জীবন সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আজ হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানোর কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত