leadT1ad

উত্তরায়–বিমান–বিধ্বস্ত /শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিলেও এখনো অবরুদ্ধ দুই উপদেষ্টা

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৪: ৩৭
মাইলস্টোন কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ। ফেসবুক থেকে নেওয়া ছবি

মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আজ মঙ্গলবার (২২ জুলাই) বেলা একটা নাগাদ কলেজের ৫ নম্বর ভবনের সামনে এ তথ্য জানান তিনি।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মাইলস্টোন স্কুলে একটি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এতে নিহত ও আহতের তথ্য থাকছে। কেউ নিখোঁজ থাকলে সে তথ্য থাকছে। এখান থেকে তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে।

পরে বেলা দেড়টা নাগাদ প্রধান উপদেষ্টা কার্যালয়ের এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটিই যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় কয়েকজন সেনাসদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর মারধরের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে আইন উপদেষ্টা দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পরও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এখনো ঘটনাস্থলে অবরুদ্ধ আছেন আইন উপদেষ্টাসহ শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শিক্ষার্থীদের দাবি, তারা আর প্রতিশ্রুতি শুনতে রাজি নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন।

মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র সাকিব আল হোসাইন অভিযোগ করেন, শিক্ষার্থীদের মারধরের ঘটনার ভিডিও সামাজিক মিডিয়ায় পোস্ট করলে ভিডিও অতিদ্রুত ডিলিট করে দেওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে পুরো পেইজটিই গায়েব হয়ে যাচ্ছে।

নিহত ও আহতদের নির্ভুল তালিকা প্রকাশ, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কারসহ ৬ দফা দাবিতে আজ সকাল থেকে বিক্ষোভ করছে মাইলস্টোন কলেজ ও আশপাশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কলেজের দুর্ঘটনাকবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে বের হওয়ার সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। শিক্ষার্থীরা তাঁদের ঘিরে ধরে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান দেন।

Ad 300x250

ঐক্যবদ্ধ থাকতে হবে, সঙ্কটকে সংহতি নিয়ে মোকাবিলা করতে হবে: তারেক রহমান

ফ্যাসিবাদের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ: প্রধান উপদেষ্টার সঙ্গে চার দলের বৈঠক শেষে আসিফ নজরুল

চার দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষ: সাম্প্রতিক বিষয় ও আগামীর পথচলা নিয়ে আলোচনা

চার রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

৯ ঘণ্টা পর মাইলস্টোন থেকে বের হতে পারলেন দুই উপদেষ্টা

সম্পর্কিত