leadT1ad

ইটভাটার বিরুদ্ধে অভিযান, ২৪ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ২১: ০৩
পরিবেশ অধিদপ্তরর লোগো। ছবি: সংগৃহীত

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে লক্ষ্মীপুর, বান্দরবান ও ঢাকার সাভারে মোট ২৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) এইসব অভিযানে ৭টি মামলা দায়ের করার পাশাপাশি ৩টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে ফেলা হয় এবং একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

একই দিনে ঢাকার আজিমপুর ও টিকাটুলিতে পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করে যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এই অভিযানে ১১টি মামলায় মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি কয়েকজন চালককে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ২ জানুয়ারি থেকে ৬ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১ হাজার ৮২৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৪ হাজার ৬১৪টি মামলা দায়ের করে মোট ২৭ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এই সময়ে সারা দেশে মোট ৪৯৬টি ইটভাটার চিমনি ভেঙে সেগুলোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া, ২২২টি ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে এবং ১৩৮টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সময়ে ২৮টি অবৈধ পলিথিন কারখানার ইউটিলিটি সেবা সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয়েছে, ১৭০টি বিভিন্ন ধরনের দূষণকারী প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও অন্যান্য সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি, ১৩টি প্রতিষ্ঠান থেকে ১১ ট্রাক সিসা ও ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ু, শব্দ ও বর্জ্য দূষণ রোধে দেশব্যাপী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত