নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে বহু জাতিগোষ্ঠী যুগ যুগ ধরে বসবাস করছে। কিন্তু ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর প্রণীত ৭২-এর সংবিধান তাদের যথাযথভাবে অন্তর্ভুক্ত করতে পারেনি। সর্বোচ্চ নাগরিক মর্যাদাও দিতে ব্যর্থ হয়েছে।
এর আগে টানা বৃষ্টিতে নদীর পানি বেড়ে যাওয়ায় বান্দরবানের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা আতঙ্কে ছিলেন এবং ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসেরও আশঙ্কা দেখা দিয়েছিল। বৃষ্টি কমে যাওয়ায় স্বস্তি ফিরলেও, এখনো পুরোপুরি কমেনি পাহাড়ধসের শঙ্কা।