leadT1ad

শহিদুল আলমকে আটকের নিন্দা জানাল দৃক

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১৭: ৪৬
শহিদুল আলম। ছবি: সংগৃহীত

গাজাগামী মানবিক সহায়তা বহনকারী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)-এর নৌবহর দখল এবং তাদের ব্যবস্থাপনা পরিচালক আলোকচিত্রী শহিদুল আলমসহ জাহাজে থাকা সব অধিকারকর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে স্বাধীন গণমাধ্যমসংস্থা দৃক।

আজ বুধবার (৮ অক্টোবর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দৃক বলেছে, ‘আন্তর্জাতিক জলসীমায় নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের এই আক্রমণ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, পশ্চিমা সাম্রাজ্যবাদ দ্বারা সমর্থিত গণহত্যা ও অবৈধ গাজা অবরোধ ভাঙার লক্ষ্যে গঠিত ফ্রিডম ফ্লোটিলার এই জাহাজগুলো দখলের কোনো আইনি অধিকার ইসরায়েলের নেই।’

শহিদুল আলম ছিলেন ‘কনশেন্স’ নামের জাহাজে, যা গাজা উপত্যকার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে যাত্রা করেছিল। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের পর থেকে গাজা নিরন্তর হামলার শিকার হচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রায় দুই বছর ধরে ইসরায়েল গাজায় সাংবাদিকদের প্রবেশ এবং সংবাদ প্রবাহ বন্ধ করে রেখেছে। এই ‘মিডিয়া ব্ল্যাকআউট’ চ্যালেঞ্জ করার লক্ষ্যে কনশেন্স জাহাজটি ৩০ সেপ্টেম্বর ইতালির ত্রিয়েস্তে বন্দর থেকে গাজার উদ্দেশে যাত্রা করে।

বুধবার ফিলিস্তিনি সময় সকাল ৬টার দিকে (বাংলাদেশ সময় সকাল ৮টা) গাজা উপকূল থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল (২২০ কিলোমিটার) দূরে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী ফ্রিডম ফ্লোটিলার কনশেন্সসহ ৮টি জাহাজ সহিংসভাবে দখল করে নেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সকালে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে কনশেন্সের যাত্রীরা ইসরায়েলি সামরিক হেলিকপ্টারের আক্রমণের খবর জানিয়েছিলেন। একই সময়ে ইসরায়েলি নৌবাহিনী থাউজেন্ড মেডলিনস কর্তৃক সংগঠিত নৌযানগুলোও দখল করে নেয়।

এই অবৈধ অভিযানে আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমসহ সকল অ্যাক্টিভিস্ট, লেখক-গবেষক, সাংবাদিক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, মানবাধিকারকর্মী এবং নাবিকদের অপহরণ করা হয়েছে বলে জানানো হয়।

ইসরায়েলি নৌবাহিনী অপহৃতদের দেশটির একটি বন্দরে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ‘আদালাহ’—দ্য লিগাল সেন্টার ফর আরব মাইনরিটি রাইটস ইন ইসরায়েল। তারা অপহৃত ফ্রিডম ফ্লোটিলা কর্মীদের আইনি সহায়তা দিচ্ছে।

দৃক ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং থাউজেন্ড মেডলিনসের দাবির প্রতি সংহতি জানিয়ে বিশ্ববাসীকে ফিলিস্তিন মুক্তির দাবিকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছে। দাবিগুলো হলো: গাজায় ইসরায়েলের গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে, গাজায় ইসরায়েলের অবৈধ অবরোধের অবসান ঘটাতে হবে, ফিলিস্তিনিদের কাছে সরাসরি মানবিক সাহায্য পৌঁছে দিতে হবে, গাজাগামী ফ্রিডম ফ্লোটিলা থেকে অপহৃত সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও নাবিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং গাজাগামী ফ্লোটিলার ওপর ইসরায়েলি সামরিক হামলার পূর্ণ আইনগত জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

Ad 300x250

সম্পর্কিত