leadT1ad

কক্সবাজারে বেড়াতে যাওয়ার সময় দুর্ঘটনা, সড়কে ঝরল ৫ প্রাণ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চকরিয়া, কক্সবাজার

দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস (বামে), মালুমঘাট হাইওয়ে থানা (ডানে)

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রামগামী ‘মারছা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ও কক্সবাজারগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্প এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী মারছা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

নিহতরা কুমিল্লা চৌদ্দগ্রাম এলাকার বাসিন্দা। তারা কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনায় আহতদের সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করান। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ দ্রুত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ‘দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

চকরিয়া সার্কেল এএসপি অভিজিৎ দাশ বলেন, ‘ঘটনাস্থল এবং মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে সরেজমিনে উপস্থিত হয়ে পরিদর্শন করি। পরিদর্শনের নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলি এবং তাদের মালামাল ও নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।’

এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়ায় মামলা রুজু করার জন্য চকরিয়া থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত