leadT1ad

পদ ছেড়ে নির্বাচনে অংশ নিতে চান অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১৫: ৩৪
অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। সংগৃহীত ছবি

অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে মো. আসাদুজ্জামান রিপন।

বুধবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি বিএনপির মনোনয়ন চেয়েছি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং যথাসময়ে অ্যাটর্নি জেনারেলের পদ ছাড়ব।’

তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে ওই সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাবো। অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো। অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে দিয়ে ভোট করবো। যখন সময় আসবে তখন (পদত্যাগ) করবো।

ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন আসাদুজ্জামান রিপন। গত সোমবার বিএনপি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করে, যেখানে এই আসনের মনোনয়ন এখনো চূড়ান্ত করা হয়নি।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পরে ওই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন তিনি।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত