বিএনপি সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যে মনোনয়ন স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনে কামাল জামান মোল্লার পক্ষে এবার বিক্ষোভ করেছেন তাঁর কর্মী-সমর্থকরা। তাঁকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে আজ বুধবার (৫ নভেম্বর) সকাল মাদারীপুর শিবচরের পৌর এলাকার ৭১ চত্বরে এই কর্মসূচি শুরু করেন অনুসারীরা। পরে দুপুরে সংবাদ সম্মেলন করে কর্মসূচি স্থগিত করা হয়েছে।
শিবচরের পৌর এলাকায় বিক্ষোভ কর্মসূচিতে বেশ কিছু কর্মী-সমর্থক কাফনের কাপড় পরে অংশ নেন। তাঁরা পুনরায় কামাল জামানকে মনোনয়ন দেওয়ার দাবিতে নানা স্লোগান দেন। বিক্ষোভ-সমাবেশ শেষে তাঁরা একটি মিছিল অংশ নেন। কর্মসূচিতে হাজারো কর্মী-সমর্থক অংশ নেন বলে জানিয়েছেন আয়োজকেরা। এ সময় সমর্থকদের বিক্ষোভস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করে শিবচর থানা।
বুধবার দুপুর আড়াইটার দিকে শিবচর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন জামান কামাল মোল্লার সমর্থকরা। সংবাদ সম্মেলনে শিবচর যুগ্ম আহ্বায়ক সাজাহান মোল্লা সাজু বলেন, ‘যতক্ষণ না এই স্থগিতাদেশ প্রত্যাহার না করা হবে, জামান কামাল মোল্লাকে নমিনেশন না দিবে, তাদের এ কর্মসূচি অব্যহত থাকবে।’ আজ বিকেলে তাঁরা আবারও বিক্ষোভ করবেন বলে কর্মীদের মাধ্যমে জানা গেছে।
এদিকে গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামান কামালের মনোনয়ন স্থগিতের সিদ্ধান্তের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে দলীয় মনোনীতদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লার নাম ছিল। তবে ‘অনিবার্য কারণবশত’ তার মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে সোমবার ঘোষণায় মাদারীপুর-১ (শিবচর) আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয় জামান কামাল নুরুদ্দিন মোল্লাকে। এই খবরে সোমবার সন্ধ্যায়ই মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর ক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে তিন ঘণ্টা অবরোধ করে রাখে।