.png)
হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপে আসছে নতুন নিরাপত্তা ফিচার ‘পাসকি’। এর মাধ্যমে এখন থেকে আইক্লাউড ও গুগল ড্রাইভে সংরক্ষিত হোয়াটসঅ্যাপ ব্যাকআপও থাকবে সম্পূর্ণ ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড’, অর্থাৎ আরও সুরক্ষিত।

স্ট্রিম ডেস্ক

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় আরও একধাপ এগিয়েছে। তারা এনেছে ‘পাসকি’ নামের নতুন নিরাপত্তা ব্যবস্থা। এর মাধ্যমে এখন থেকে আইক্লাউড ও গুগল ড্রাইভে সংরক্ষিত হোয়াটসঅ্যাপ ব্যাকআপও থাকবে সম্পূর্ণ ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড’, অর্থাৎ আরও সুরক্ষিত।
এর আগে ‘মেটা’র মালিকানাধীন এই মেসেজিং অ্যাপে ব্যবহারকারীরা চ্যাট ব্যাকআপ রাখার জন্য পাসওয়ার্ড অথবা একটি ৬৪ অক্ষরের ‘এনক্রিপশন কী’-এর ব্যবহার করতে পারতেন। কিন্তু এই দুটি পদ্ধতিরই কিছু দুর্বলতা ছিল। প্রতিবার ডিভাইস পরিবর্তনের পাসওয়ার্ড সময় মনে রাখতে হতো, আর ৬৪ সংখ্যার এনক্রিপশন কী ‘ব্রুট-ফোর্স’ আক্রমণে হ্যাক হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যেত।
যদিও ২০২৩ সালে মেটা প্রথমবার পাসকি-ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা চালু করে ব্যবহারকারীদের ব্যক্তিগত চ্যাট আরও সুরক্ষিত করার জন্য। এবার সেই একই ব্যবস্থা আনা হলো ক্লাউড ব্যাকআপ ডেটার এনক্রিপশনের ক্ষেত্রেও। অর্থাৎ, এখন হোয়াটসঅ্যাপে আপনার কথোপকথনের ব্যাকআপ ডেটাও থাকবে আরও নিরাপদে।
পাসকি হলো এক ধরনের ইউজার আইডি-ভিত্তিক লগইন ব্যবস্থা, যেখানে আর আলাদা আলাদা পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হয় না। একবার এটি সেটআপ হয়ে গেলে ব্যবহারকারীকে আর একাধিক পাসওয়ার্ড মনে রাখতে হয় না বা কোথাও লিখে রাখতে হয় না।
সবচেয়ে বড় বিষয় হলো, পাসকি চুরি করা বা অনুমান করা প্রায় অসম্ভব। এটি ব্যবহারকারীর ডিভাইসের এনক্রিপ্টেড স্টোরেজে নিরাপদে সংরক্ষিত থাকে এবং এটা যাচাই করা হয় ফেস আইডি, টাচ আইডি বা ডিভাইসের পাসকোডের মাধ্যমে। এর ফলে, যখন আপনি পাসকি ব্যবহার করবেন, তখন আপনার ফোনই সরাসরি আপনার পরিচয় নিশ্চিত করবে।

এর মানে কোনো পাসওয়ার্ড টাইপ করার দরকার নেই, আর কোনো হ্যাকারও সেটি অনুমান বা ফিশিংয়ের মাধ্যমে পেতে পারবে না।
‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ সক্রিয় করার পর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী প্রথমেই তাঁর পাসকি বেছে নেবেন। তখন ব্যাকআপ ডেটা সম্পূর্ণ এনক্রিপ্টেড অবস্থায় ক্লাউডে সংরক্ষিত হবে। এই অবস্থায় হোয়াটসঅ্যাপ, অ্যাপল বা গুগল—কেউই সেই ব্যাকআপ পড়তে বা আনলক করার কী-তে প্রবেশ করতে পারবে না।
এর মানে, এটি একধরনের দ্বিস্তর নিরাপত্তা ব্যবস্থা, যেখানে আপনার চ্যাট ও ব্যাকআপ দুই-ই আলাদা সুরক্ষায় থাকবে।
এই নতুন ফিচারটি সক্রিয় করতে হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে ‘চ্যাটস’ সেকশনে প্রবেশ করতে হবে। তারপর ‘চ্যাট ব্যাকআপ’ থেকে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ’ অপশনটি অন করে ‘পাসকি’ নির্বাচন করলেই হয়ে যাবে। একবার চালু হলে আপনার ব্যাকআপ ডেটা থাকবে সম্পূর্ণ পাসকি-সুরক্ষিত এবং কারও পক্ষে সেটি অ্যাক্সেস করা সম্ভব হবে না।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই নতুন পাসকি-ভিত্তিক ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ ফিচারটি ধীরে ধীরে পর্যায়ক্রমে (ফেজ অনুযায়ী) চালু করা হচ্ছে। ফলে এটি সবার কাছে পৌঁছাতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে। শুরুতেই এটি অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণের জন্য আসছে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ, ফোনএরেনা, দ্য ভার্জ

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় আরও একধাপ এগিয়েছে। তারা এনেছে ‘পাসকি’ নামের নতুন নিরাপত্তা ব্যবস্থা। এর মাধ্যমে এখন থেকে আইক্লাউড ও গুগল ড্রাইভে সংরক্ষিত হোয়াটসঅ্যাপ ব্যাকআপও থাকবে সম্পূর্ণ ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড’, অর্থাৎ আরও সুরক্ষিত।
এর আগে ‘মেটা’র মালিকানাধীন এই মেসেজিং অ্যাপে ব্যবহারকারীরা চ্যাট ব্যাকআপ রাখার জন্য পাসওয়ার্ড অথবা একটি ৬৪ অক্ষরের ‘এনক্রিপশন কী’-এর ব্যবহার করতে পারতেন। কিন্তু এই দুটি পদ্ধতিরই কিছু দুর্বলতা ছিল। প্রতিবার ডিভাইস পরিবর্তনের পাসওয়ার্ড সময় মনে রাখতে হতো, আর ৬৪ সংখ্যার এনক্রিপশন কী ‘ব্রুট-ফোর্স’ আক্রমণে হ্যাক হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যেত।
যদিও ২০২৩ সালে মেটা প্রথমবার পাসকি-ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা চালু করে ব্যবহারকারীদের ব্যক্তিগত চ্যাট আরও সুরক্ষিত করার জন্য। এবার সেই একই ব্যবস্থা আনা হলো ক্লাউড ব্যাকআপ ডেটার এনক্রিপশনের ক্ষেত্রেও। অর্থাৎ, এখন হোয়াটসঅ্যাপে আপনার কথোপকথনের ব্যাকআপ ডেটাও থাকবে আরও নিরাপদে।
পাসকি হলো এক ধরনের ইউজার আইডি-ভিত্তিক লগইন ব্যবস্থা, যেখানে আর আলাদা আলাদা পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হয় না। একবার এটি সেটআপ হয়ে গেলে ব্যবহারকারীকে আর একাধিক পাসওয়ার্ড মনে রাখতে হয় না বা কোথাও লিখে রাখতে হয় না।
সবচেয়ে বড় বিষয় হলো, পাসকি চুরি করা বা অনুমান করা প্রায় অসম্ভব। এটি ব্যবহারকারীর ডিভাইসের এনক্রিপ্টেড স্টোরেজে নিরাপদে সংরক্ষিত থাকে এবং এটা যাচাই করা হয় ফেস আইডি, টাচ আইডি বা ডিভাইসের পাসকোডের মাধ্যমে। এর ফলে, যখন আপনি পাসকি ব্যবহার করবেন, তখন আপনার ফোনই সরাসরি আপনার পরিচয় নিশ্চিত করবে।

এর মানে কোনো পাসওয়ার্ড টাইপ করার দরকার নেই, আর কোনো হ্যাকারও সেটি অনুমান বা ফিশিংয়ের মাধ্যমে পেতে পারবে না।
‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ সক্রিয় করার পর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী প্রথমেই তাঁর পাসকি বেছে নেবেন। তখন ব্যাকআপ ডেটা সম্পূর্ণ এনক্রিপ্টেড অবস্থায় ক্লাউডে সংরক্ষিত হবে। এই অবস্থায় হোয়াটসঅ্যাপ, অ্যাপল বা গুগল—কেউই সেই ব্যাকআপ পড়তে বা আনলক করার কী-তে প্রবেশ করতে পারবে না।
এর মানে, এটি একধরনের দ্বিস্তর নিরাপত্তা ব্যবস্থা, যেখানে আপনার চ্যাট ও ব্যাকআপ দুই-ই আলাদা সুরক্ষায় থাকবে।
এই নতুন ফিচারটি সক্রিয় করতে হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে ‘চ্যাটস’ সেকশনে প্রবেশ করতে হবে। তারপর ‘চ্যাট ব্যাকআপ’ থেকে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ’ অপশনটি অন করে ‘পাসকি’ নির্বাচন করলেই হয়ে যাবে। একবার চালু হলে আপনার ব্যাকআপ ডেটা থাকবে সম্পূর্ণ পাসকি-সুরক্ষিত এবং কারও পক্ষে সেটি অ্যাক্সেস করা সম্ভব হবে না।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই নতুন পাসকি-ভিত্তিক ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ ফিচারটি ধীরে ধীরে পর্যায়ক্রমে (ফেজ অনুযায়ী) চালু করা হচ্ছে। ফলে এটি সবার কাছে পৌঁছাতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে। শুরুতেই এটি অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণের জন্য আসছে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ, ফোনএরেনা, দ্য ভার্জ
.png)

বাংলা চলচ্চিত্র জগতে ঋত্বিককুমার ঘটক একটা নাম বটে! তাঁকে যারা পছন্দ করেন কিংবা অপছন্দ করেন উভয় দলই স্বীকার করে নেবেন, ঋত্বিক এক বিশিষ্ট নাম।
১ দিন আগে
আজ চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের শততম জন্মদিন। তাঁর লেন্সে দেশভাগের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব ছাপিয়ে দাগ কেটেছিল এর গভীর মানবিক ও সাংস্কৃতিক প্রভাব। দেশভাগের ফলে তিনি নিজেই পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে অভিবাসী হয়েছিলেন।
১ দিন আগে
আজ বরেণ্য চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের শততম জন্মবার্ষিকী। এই বিশেষ দিনে আমরা শুধু তাঁর শিল্পের বিশালতা নয়, তাঁর অস্থির জীবন, সংবেদনশীল সম্পর্ক এবং সমসাময়িকদের চোখে দেখা তাঁর বিদ্রোহী মনকেও নতুন করে পড়ার চেষ্টা করতে পারি।
১ দিন আগে
আজ বরেণ্য চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের শততম জন্মবার্ষিকী। নাট্য ব্যক্তিত্ব ও অভিনেতা বিজন ভট্টাচার্য বলেছিলেন, ‘ঋত্বিককে খুন করা হয়েছে।’ কিন্তু এই খুনের প্রক্রিয়া কেমন?
১ দিন আগে