.png)

স্ট্রিম ডেস্ক

নেপালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ১৯ জন নিহতের পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। পাশাপাশি তুলে নেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর দেওয়া নিষেধাজ্ঞাও।
গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী কাঠমান্ডুর বালুয়াটায় প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিপরিষদের জরুরি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেন। আর বৈঠকের পর রাতে তুলে নেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা।এছাড়া, সরকারের পক্ষ থেকে রাজধানী কাঠমান্ডু ও অন্যান্য শহরে কী ঘটেছে তা তদন্তে কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।
দ্য কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়, বিক্ষোভকারীদের ওপর পুলিশের ব্যাপক দমন-পীড়নে একদিনে ১৯ যুবক নিহত হয়। এই ঘটনার জেরে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক সন্ধ্যায় প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দেন। যদিও বিভিন্ন দলের নেতা ও দেশটির নাগরিকরা বিক্ষোভকারীদের ওপর চড়াও হওয়ার ঘটনার জন্য খোদ প্রধানমন্ত্রীকেই দায়ী করছেন।
এদিকে, দেশটির যোগাযাগ ও তথ্যমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং জানিয়েছেন, সোমবার রাতে ‘জেন-জিদের দাবির ব্যাপারে’ মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
অন্যদিকে, গতকাল রাতে প্রধানমন্ত্রী অলি এক বিবৃতি বলেন, ‘কিছু উপাদানের অনুপ্রবেশের কারণে জেনারেশন জেড বা জেন-জিদের শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। সরকার নতুন প্রজন্মের দাবির প্রতি কখনই নেতিবাচক ছিল না।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়েছে, নেপাল সরকারের ফেসবুক, এক্স, ইউটিউব, ইনস্টাগ্রামসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপ বন্ধের ঘোষণার পর হাজার হাজার তরুণ নেপালি বিক্ষোভে ফেটে পড়েন। রাজধানী কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন শহরে এ বিক্ষোভ ছড়ায়। বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদের পাশাপাশি সরকারের দুর্নীতির সমালোচনা করেন এবং সরকারের জবাবদিহি ও সংস্কারের দাবি জানান। আন্দোলনের একপর্যায়ে কিছু বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন। এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। এতে ১৯ জন নিহতের পাশাপাশি শতাধিক ব্যক্তি আহত হন।
নেপালের বিক্ষোভকারী তরুণরা বলছেন, তাঁরা সরকারের কর্তৃত্ববাদী মনোভাবের বিরুদ্ধেও প্রতিবাদ করছেন। বিক্ষোভকারীদের অনেকেই ‘যথেষ্ট হয়েছে’ এবং ‘দুর্নীতির অবসান’ স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামেন।
এছাড়া, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল জীবনযাপনকে সামনে এনে এবং তাদেরকে দুর্নীতির অর্থে অর্থায়নের অভিযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নেপো কিড’ নামে একটি প্রচারণা দেশটিতে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, বিনোদন, খবর ও ব্যবসার জন্য লাখ লাখ নেপালি ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন এবং এসব মাধ্যমের ওপর নির্ভরশীল। যদিও দেশটির সরকার ভুয়া খবর, ঘৃণা ছড়ানো বক্তব্য ও অনলাইন প্রতারণা মোকাবিলার কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল।

নেপালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ১৯ জন নিহতের পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। পাশাপাশি তুলে নেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর দেওয়া নিষেধাজ্ঞাও।
গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী কাঠমান্ডুর বালুয়াটায় প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিপরিষদের জরুরি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেন। আর বৈঠকের পর রাতে তুলে নেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা।এছাড়া, সরকারের পক্ষ থেকে রাজধানী কাঠমান্ডু ও অন্যান্য শহরে কী ঘটেছে তা তদন্তে কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।
দ্য কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়, বিক্ষোভকারীদের ওপর পুলিশের ব্যাপক দমন-পীড়নে একদিনে ১৯ যুবক নিহত হয়। এই ঘটনার জেরে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক সন্ধ্যায় প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দেন। যদিও বিভিন্ন দলের নেতা ও দেশটির নাগরিকরা বিক্ষোভকারীদের ওপর চড়াও হওয়ার ঘটনার জন্য খোদ প্রধানমন্ত্রীকেই দায়ী করছেন।
এদিকে, দেশটির যোগাযাগ ও তথ্যমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং জানিয়েছেন, সোমবার রাতে ‘জেন-জিদের দাবির ব্যাপারে’ মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
অন্যদিকে, গতকাল রাতে প্রধানমন্ত্রী অলি এক বিবৃতি বলেন, ‘কিছু উপাদানের অনুপ্রবেশের কারণে জেনারেশন জেড বা জেন-জিদের শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। সরকার নতুন প্রজন্মের দাবির প্রতি কখনই নেতিবাচক ছিল না।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়েছে, নেপাল সরকারের ফেসবুক, এক্স, ইউটিউব, ইনস্টাগ্রামসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপ বন্ধের ঘোষণার পর হাজার হাজার তরুণ নেপালি বিক্ষোভে ফেটে পড়েন। রাজধানী কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন শহরে এ বিক্ষোভ ছড়ায়। বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদের পাশাপাশি সরকারের দুর্নীতির সমালোচনা করেন এবং সরকারের জবাবদিহি ও সংস্কারের দাবি জানান। আন্দোলনের একপর্যায়ে কিছু বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন। এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। এতে ১৯ জন নিহতের পাশাপাশি শতাধিক ব্যক্তি আহত হন।
নেপালের বিক্ষোভকারী তরুণরা বলছেন, তাঁরা সরকারের কর্তৃত্ববাদী মনোভাবের বিরুদ্ধেও প্রতিবাদ করছেন। বিক্ষোভকারীদের অনেকেই ‘যথেষ্ট হয়েছে’ এবং ‘দুর্নীতির অবসান’ স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামেন।
এছাড়া, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল জীবনযাপনকে সামনে এনে এবং তাদেরকে দুর্নীতির অর্থে অর্থায়নের অভিযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নেপো কিড’ নামে একটি প্রচারণা দেশটিতে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, বিনোদন, খবর ও ব্যবসার জন্য লাখ লাখ নেপালি ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন এবং এসব মাধ্যমের ওপর নির্ভরশীল। যদিও দেশটির সরকার ভুয়া খবর, ঘৃণা ছড়ানো বক্তব্য ও অনলাইন প্রতারণা মোকাবিলার কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল।
.png)

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের উপকূলে অভিবাসীদের বহনকারী রাবারের নৌকা ডুবে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় গভর্নরের কার্যালয় জানিয়েছে, সম্ভাব্য জীবিতদের সন্ধানে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
১১ ঘণ্টা আগে
মাত্র ৩৭ বছর বয়সেই চেন ঝি অভিযুক্ত হয়েছেন একটি বিশাল সাইবার প্রতারণা চক্রের মূল হোতা হিসেবে। মার্কিন কর্তৃপক্ষের ভাষায়, এটি ছিল ‘মানবিক দুর্ভোগের ওপর গড়ে ওঠা এক অপরাধ সাম্রাজ্য।’
১৪ ঘণ্টা আগে
প্রশান্ত মহাসাগরের গভীরে, সমুদ্রতলজুড়ে ছড়িয়ে আছে বাদামী ও কালো রঙের শিলাখণ্ড। এই শিলাগুলোকে বলা হয় পলিমেটালিক নডিউলস। এতে এমন গুরুত্বপূর্ণ ধাতব উপাদান রয়েছে যা নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও আধুনিক শিল্পের ভবিষ্যৎ গঠনে ব্যবহৃত হতে পারে।
১৬ ঘণ্টা আগে
এ বছরের শুরুতে মাত্র তিন সপ্তাহের মধ্যেই সেনাবাহিনী শহরটি পুনর্দখল করে নেয়। এই পরিবর্তন প্রমাণ করে, মিয়ানমারে এখন সামরিক ভারসাম্য কতটা জান্তার পক্ষে চলে গেছে।
১৯ ঘণ্টা আগে