.png)

স্ট্রিম ডেস্ক

গতকাল রবিবার (৩ আগস্ট) গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে । নিহতদের মধ্যে ৫৬ জন খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজায় যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি ত্রাণকেন্দ্রে খাদ্য সহায়তা নিতে আসা মানুষের ভিড়ের ওপর নির্বিচারে গুলি চালায়।
প্রত্যক্ষদর্শী ইউসুফ আবেদ অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, ‘নির্বিচারে গুলি বর্ষণের কারণে কাউকে সাহায্য পর্যন্ত করতে পারিনি।’
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, রবিবার (৩ আগস্ট) তাদের দক্ষিণ গাজার খান ইউনিসের কার্যালয়ে ইসরায়েলি হামলায় একজন কর্মী নিহত ও আরও তিনজন আহত হন। একজন কর্মীর ধারণ করা ভিডিওতে দেখা গেছে, হামলার পর কার্যালয়টিতে আগুন লেগেছে এবং ভবনের বড় অংশ ধ্বংস হয়ে গেছে।
রবিবারের এই হত্যাকাণ্ড খাবারের জন্য দাঁড়িয়ে থাকা মানুষকে লক্ষ্য করে সংঘটিত একাধিক প্রাণঘাতী হামলার সর্বশেষ ঘটনা।
গত শুক্রবার (১ আগস্ট) জাতিসংঘ জানিয়েছে, ২৭ মে থেকে এ পর্যন্ত অন্তত ১,৪০০ জন ত্রাণ সংগ্রহের সময় নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই জিএইচএফ কেন্দ্রের কাছে নিহত হন, অন্যরা নিহত হন ত্রাণ বহরের রুটে।
গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, গাজা উপত্যকার বাইরে অপেক্ষমাণ ২২ হাজারেরও বেশি মানবিক সহায়তার ট্রাকের মাত্র ৩৬টি শনিবার (২ আগস্ট) গাজায় প্রবেশ করেছে।
ত্রাণ সহায়তা প্রবাহ আটকে দেওয়ার ফলে সৃষ্ট দুর্ভিক্ষে গাজার জনগণ ক্রমেই হতাশ হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ইসরায়েলের অব্যাহত অবরোধের ফল।
ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত অন্তত ৬০ হাজার ৮৩৯ জন নিহত হয়েছেন । আহত হয়েছেন আরও এক লাখ ৪৯ হাজার ৫৮৮ জন।

গতকাল রবিবার (৩ আগস্ট) গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে । নিহতদের মধ্যে ৫৬ জন খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজায় যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি ত্রাণকেন্দ্রে খাদ্য সহায়তা নিতে আসা মানুষের ভিড়ের ওপর নির্বিচারে গুলি চালায়।
প্রত্যক্ষদর্শী ইউসুফ আবেদ অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, ‘নির্বিচারে গুলি বর্ষণের কারণে কাউকে সাহায্য পর্যন্ত করতে পারিনি।’
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, রবিবার (৩ আগস্ট) তাদের দক্ষিণ গাজার খান ইউনিসের কার্যালয়ে ইসরায়েলি হামলায় একজন কর্মী নিহত ও আরও তিনজন আহত হন। একজন কর্মীর ধারণ করা ভিডিওতে দেখা গেছে, হামলার পর কার্যালয়টিতে আগুন লেগেছে এবং ভবনের বড় অংশ ধ্বংস হয়ে গেছে।
রবিবারের এই হত্যাকাণ্ড খাবারের জন্য দাঁড়িয়ে থাকা মানুষকে লক্ষ্য করে সংঘটিত একাধিক প্রাণঘাতী হামলার সর্বশেষ ঘটনা।
গত শুক্রবার (১ আগস্ট) জাতিসংঘ জানিয়েছে, ২৭ মে থেকে এ পর্যন্ত অন্তত ১,৪০০ জন ত্রাণ সংগ্রহের সময় নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই জিএইচএফ কেন্দ্রের কাছে নিহত হন, অন্যরা নিহত হন ত্রাণ বহরের রুটে।
গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, গাজা উপত্যকার বাইরে অপেক্ষমাণ ২২ হাজারেরও বেশি মানবিক সহায়তার ট্রাকের মাত্র ৩৬টি শনিবার (২ আগস্ট) গাজায় প্রবেশ করেছে।
ত্রাণ সহায়তা প্রবাহ আটকে দেওয়ার ফলে সৃষ্ট দুর্ভিক্ষে গাজার জনগণ ক্রমেই হতাশ হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ইসরায়েলের অব্যাহত অবরোধের ফল।
ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত অন্তত ৬০ হাজার ৮৩৯ জন নিহত হয়েছেন । আহত হয়েছেন আরও এক লাখ ৪৯ হাজার ৫৮৮ জন।
.png)

ব্রিটেন থেকে ৮ ঘণ্টার ফ্লাইট শেষে বুধবার ওয়াশিংটন ডিসিতে পৌঁছান হামজা ইউসুফ। তিনি পশ্চিমা বিশ্বের প্রথম মুসলিম রাষ্ট্রনেতা। ওয়াশিংটনে মুসলিম সম্প্রদায়ের সদস্যদের তিনি শুভেচ্ছা জানান, ‘জোহরান মুবারাক’ বলে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির স্ত্রী রামা সাওয়াফ দুয়াজি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ফার্স্ট লেডির পদে অধিষ্ঠিত হবেন। ২৮ বছর বয়সী এই সিরিয়ান-আমেরিকান শিল্পী, ইলাস্ট্রেটর ও সিরামিক নির্মাতা ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র সিরিয়ার রাজধানী দামেস্কে একটি বিমানঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। এই ঘাঁটির উদ্দেশ্য হলো সিরিয়া ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হতে যাওয়া নিরাপত্তা চুক্তি বাস্তবায়নে সহায়তা করা। বিষয়টি সম্পর্কে অবহিত ছয়টি সূত্র রয়টার্স-কে এ তথ্য জানিয়েছে।
৯ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম খানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা এক নারীর ওপর গোপনে নজরদারি চালানো হয়েছে। অভিযোগ উঠেছে, যে প্রাইভেট গোয়েন্দা সংস্থা এই নজরদারি চালায় তারা কাতারের হয়ে কাজটি করেছে।
১০ ঘণ্টা আগে