স্ট্রিম ডেস্ক
ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ইতালির ফুটবল ম্যাচের আগে পুলিশের সঙ্গে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। উত্তর ইতালির উদিনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ৫ হাজার ফিলিস্তিনপন্থির শান্তিপূর্ণ মিছিল শেষে এই সহিংসতা ঘটনা ঘটে। এতে দুই সাংবাদিক ও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক খবরে বলা হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
এদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীদের পক্ষ থেকে ভিড় নিয়ন্ত্রণে থাকা দাঙ্গাবিরোধী পুলিশের ওপর পটকা ছোড়া হর্য়। পাল্টা আক্রমণ হিসেবে পুলিশ জলকামান ও কাঁদান গ্যাস দিয়ে তাদের ছত্রভঙ্গ করে।
এই ঘটনায় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরএআইয়ের এক সাংবাদিক পাথরের আঘাতে আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে, স্থানীয় আনসা নিউজ এজেন্সি জানিয়েছে, সংঘর্ষ আরেক সাংবাদিকও আহত হয়েছেন। এছাড়া বেশকয়েকজন পুলিশ কর্মকর্তাও আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
ঘটনার পর শহরটির মেয়র আলবেট্রো ফেলিস ডি টনি বলেছেন, আজ রাতে যা ঘটেছে তা অগ্রহণযোগ্য। বিক্ষোভ শেষে রাস্তায় যে সহিংসতা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি।
ইসরায়েলের সঙ্গে ম্যাচটি ফ্রিউলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ম্যাচ শুরুর আগেই স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভকারীরা সিটি সেন্টার থেকে মিছিল নিয়ে স্টেডিয়ামে জড়ো হতে থাকে। ম্যাচ শুরু হয় স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে। ওই সময় বিক্ষোভকারীরা ১৮ মিটার (৬০ ফুট) লম্বা ফিলিস্তিনি পতাকা এবং একটি লাল ব্যানার নিয়ে হাজির হয়। তারা স্লোগান দেয় ‘ইসরায়েলকে লাল কার্ড দেখাও’। তারা ন্যায়বিচারের প্রতীক হিসেবে একটি ধাতব মূর্তির এক হাতে দাঁড়িপাল্লা এবং অন্য হাতে লাল কার্ড রেখেছিল।
প্যালেস্টাইন—উদিন কমিটির সংগঠকরা আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে সব ধরনের প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলছে, এই দল ফিলিস্তিনি ভূখণ্ড ‘দখলের নীতি’ সমর্থন করে।
শেষ পর্যনত ম্যাচে ৩-০ গোলে ইসরায়েকে হারিয়েছে ইতালি। এতে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে ছিটকে গেল ইসরায়েল।
ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ইতালির ফুটবল ম্যাচের আগে পুলিশের সঙ্গে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। উত্তর ইতালির উদিনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ৫ হাজার ফিলিস্তিনপন্থির শান্তিপূর্ণ মিছিল শেষে এই সহিংসতা ঘটনা ঘটে। এতে দুই সাংবাদিক ও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক খবরে বলা হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
এদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীদের পক্ষ থেকে ভিড় নিয়ন্ত্রণে থাকা দাঙ্গাবিরোধী পুলিশের ওপর পটকা ছোড়া হর্য়। পাল্টা আক্রমণ হিসেবে পুলিশ জলকামান ও কাঁদান গ্যাস দিয়ে তাদের ছত্রভঙ্গ করে।
এই ঘটনায় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরএআইয়ের এক সাংবাদিক পাথরের আঘাতে আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে, স্থানীয় আনসা নিউজ এজেন্সি জানিয়েছে, সংঘর্ষ আরেক সাংবাদিকও আহত হয়েছেন। এছাড়া বেশকয়েকজন পুলিশ কর্মকর্তাও আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
ঘটনার পর শহরটির মেয়র আলবেট্রো ফেলিস ডি টনি বলেছেন, আজ রাতে যা ঘটেছে তা অগ্রহণযোগ্য। বিক্ষোভ শেষে রাস্তায় যে সহিংসতা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি।
ইসরায়েলের সঙ্গে ম্যাচটি ফ্রিউলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ম্যাচ শুরুর আগেই স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভকারীরা সিটি সেন্টার থেকে মিছিল নিয়ে স্টেডিয়ামে জড়ো হতে থাকে। ম্যাচ শুরু হয় স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে। ওই সময় বিক্ষোভকারীরা ১৮ মিটার (৬০ ফুট) লম্বা ফিলিস্তিনি পতাকা এবং একটি লাল ব্যানার নিয়ে হাজির হয়। তারা স্লোগান দেয় ‘ইসরায়েলকে লাল কার্ড দেখাও’। তারা ন্যায়বিচারের প্রতীক হিসেবে একটি ধাতব মূর্তির এক হাতে দাঁড়িপাল্লা এবং অন্য হাতে লাল কার্ড রেখেছিল।
প্যালেস্টাইন—উদিন কমিটির সংগঠকরা আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে সব ধরনের প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলছে, এই দল ফিলিস্তিনি ভূখণ্ড ‘দখলের নীতি’ সমর্থন করে।
শেষ পর্যনত ম্যাচে ৩-০ গোলে ইসরায়েকে হারিয়েছে ইতালি। এতে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে ছিটকে গেল ইসরায়েল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়াকে সতর্ক করে বলেন, ওয়াশিংটন ইউক্রেনকে উন্নত টমাহক ক্রুজ মিসাইল সরবরাহ করতে পারে। এর মাধ্যমে মস্কোকে ইউক্রেনে আগ্রাসন বন্ধ করার জন্য চাপ দেওয়া হবে। এর জবাবে রুশ প্রেসিডেন্ট দফতর ক্রেমলিন তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া দেখায়।
৪ মিনিট আগেগাজার স্বাস্থ্যসেবার অবকাঠামোগত ব্যবস্থাকে লক্ষ্য করে পদ্ধতিগতভাবে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে গাজার হাসপাতালগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
৬ ঘণ্টা আগেভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো এবার নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। আর এর প্রতিক্রিয়ায় নরওয়েতে থাকা নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। এছাড়া অস্ট্রেলিয়াস্থ দূতাবাসও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
১ দিন আগেমিশর, কাতার, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের নেতারা গাজা যুদ্ধবিরতি চুক্তির পক্ষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। এতে তারা ‘দীর্ঘস্থায়ী শান্তি’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। বিবৃতিটি প্রকাশিত হয় সোমবার, মিশরের শার্ম আল-শেখে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক শান্তি সম্মেলনের পর।
১ দিন আগে