leadT1ad

ইসরায়েলের হামলায় গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
গাজার হাসপাতালের ভেতরের একটি চিত্র। ছবি: সংগৃহীত

গাজার স্বাস্থ্যসেবার অবকাঠামোগত ব্যবস্থাকে লক্ষ্য করে পদ্ধতিগতভাবে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে গাজার হাসপাতালগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

বুধবার (১৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার গাজা যুদ্ধ নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানায়।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৭০ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। এর মধ্যে হাজার হাজার ফিলিস্তিনির দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া এবং চিকি’সার দরকার। এর মধ্যে আবার শত শত ফিলিস্তিনির হাত-পা বিচ্ছিন্ন, পক্ষাঘাতগ্রস্ত ও অন্ধত্ব রয়েছে।

কিন্তু ইসরায়েলি গাজার স্বাস্থ্যসেবাস পুরোপুরি ভেঙে পড়েছে। গাজার ৩৮টি হাসপাতাল এবং কয়েক ডজন ক্লিনিক হয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে, না হয় বন্ধ করতে বাধ্য করা হয়েছে। এর মাধ্যমে ফিলিস্তিনিদের যে কোনো ধরনের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করা হয়েছে।

এছাড়া, গাজা উপত্যকায় তীব্র দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মূলত প্রতি চার শিশুর একজন অপুষ্টিতে ভুগছে। ত্রাণ সহায়তা দেওয়া সংস্থাগুলো সতর্ক করে বলছে, খাদের অভাব দ্রুত ছড়িয়ে পড়ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬৭ হাজার ৮৬৯ ফিলিস্তিনি।

Ad 300x250

সম্পর্কিত