leadT1ad

রাশিয়ার বৃহত্তম দুই তেল কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৯: ২৩
রুশ এই দুই তেল কোম্পানি ক্রেমলিনের যুদ্ধ যন্ত্রকে অর্থের যোগান দিচ্ছে। ছবি: সংগৃহীত

রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পাশাপাশি মস্কোকে অবিলম্বে ইউক্রেন যুদ্ধে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

বুধবার (২৩ অক্টোবর) এই নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন ট্রেজারি বিভাগ। নিষেধাজ্ঞায় পড়া রুশ কোম্পানিগুলো হলো রোসনেফ্ট এবং লুকোয়েল এবং তাদের প্রায় তিন ডজন সহায়ক সংস্থা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক খবরে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন—এমন ইঙ্গিত গত কয়েক সপ্তাহ ধরেই দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন তিনি।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেছেন, অবিলম্বে যুদ্ধবিরতি এবং হত্যাযজ্ঞ বন্ধের এখনই সময়। রুশ প্রেসিডেন্টের অর্থহীন এই যুদ্ধ বন্ধের অস্বীকৃতির কথা মাথায় রেখে মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে। কারণ এই দুই কোম্পানি ক্রেমলিনের যুদ্ধ যন্ত্রকে অর্থের যোগান দিচ্ছে।

তিনি আরও বলেন, আরও একটি যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টাকে সমর্থন জানাতে যদি প্রয়োজন হয় তবে ট্রেজারি বিভাগ বাড়তি পদক্ষেপ নিতেও প্রস্তুত আছে। আমরা আমাদের মিত্রদের আমাদের সঙ্গে যোগ দিতে এবং এই নিষেধাজ্ঞা মেনে চলতে আহ্বান জানাই।

Ad 300x250

সম্পর্কিত