স্ট্রিম ডেস্ক
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি মন্ত্রিসভা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। আর ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি পাবে জিম্মিরা। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নেতানিয়াহু এই অনুমোদনকে ‘ঐতিহাসিক অগ্রগতি’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্পের দুই ঘনিষ্ঠ সহযোগী উইটকফ ও কুশনার ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকেও উপস্থিত ছিলেন।
এ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইসরায়েলি জিম্মিদের মুক্তি আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যেই হতে পারে।’
বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, চুক্তির প্রথম ধাপে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পাশাপাশি ইসরায়েল শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। একইসঙ্গে ইসরায়েলি সেনারা গাজার কিছু অংশ থেকে ধীরে ধীরে সরে আসবে এবং প্রতিদিন শত শত ট্রাক মানবিক সহায়তা নিয়ে গাজায় প্রবেশ করবে।
জেরুজালেমে এখন আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। শহরের রাস্তায় গাজাবাসীরা গান গেয়ে উল্লাস করেছে। বিবিসির জেরুজালেম প্রতিনিধি জানিয়েছেন, যুদ্ধবিরতি অনুমোদনের পর এখন সবার দৃষ্টি পরবর্তী ধাপের দিকে—যেখানে বাস্তবে এই চুক্তি কার্যকর হওয়া ও জিম্মিদের নিরাপদ প্রত্যাবর্তনই প্রধান চ্যালেঞ্জ।
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি মন্ত্রিসভা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। আর ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি পাবে জিম্মিরা। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নেতানিয়াহু এই অনুমোদনকে ‘ঐতিহাসিক অগ্রগতি’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্পের দুই ঘনিষ্ঠ সহযোগী উইটকফ ও কুশনার ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকেও উপস্থিত ছিলেন।
এ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইসরায়েলি জিম্মিদের মুক্তি আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যেই হতে পারে।’
বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, চুক্তির প্রথম ধাপে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পাশাপাশি ইসরায়েল শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। একইসঙ্গে ইসরায়েলি সেনারা গাজার কিছু অংশ থেকে ধীরে ধীরে সরে আসবে এবং প্রতিদিন শত শত ট্রাক মানবিক সহায়তা নিয়ে গাজায় প্রবেশ করবে।
জেরুজালেমে এখন আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। শহরের রাস্তায় গাজাবাসীরা গান গেয়ে উল্লাস করেছে। বিবিসির জেরুজালেম প্রতিনিধি জানিয়েছেন, যুদ্ধবিরতি অনুমোদনের পর এখন সবার দৃষ্টি পরবর্তী ধাপের দিকে—যেখানে বাস্তবে এই চুক্তি কার্যকর হওয়া ও জিম্মিদের নিরাপদ প্রত্যাবর্তনই প্রধান চ্যালেঞ্জ।
দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভারতে পৌঁছেছেন। ২০২১ সালে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর দেশটির কোনো শীর্ষ নেতার এটি প্রথম ভারত সফর।
২ ঘণ্টা আগেআফগানিস্তানের কাবুলে কয়েক দফা বিস্ফোরন ও গুলির শব্দ শোনা গেছে। আফগানিস্তানের সোশাল মিডিয়ায় এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করা হচ্ছে। শুধু তাই নয়, তেহেরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেহসুদের বাসভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করা হচ্ছে।
২ ঘণ্টা আগেতালেবানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘আপনার সফর ভারত-আফগানিস্তান সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের জনগণের শুভাকাঙ্ক্ষী হিসেবে ভারত তাদের উন্নয়নে গভীর আগ্রহী। আমরা আমাদের দীর্ঘমেয়াদী অংশীদারত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’
২ ঘণ্টা আগেআফগানিস্তানের রাজধানী কাবুলে কয়েক দফা বিস্ফোরণ ও গুলি বর্ষণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় এসব ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়।
৩ ঘণ্টা আগে