leadT1ad

ইয়েমেনে ইসরায়েলি হামলা, ১০ হুতি সদস্য নিহতের দাবি

স্ট্রিম ডেস্ক
সানায় বিমান হামলায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। সংগৃহীত ছবি

ইসরায়েলি সেনারা ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে আল মাসিরাহ টিভি। হামলার পর শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ইসরায়েল দাবি করছে, এই হামলায় ১০ জনের বেশি হুতি সদস্য নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবারের এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা জানিয়েছে, ডজনখানেক যুদ্ধবিমান ও বিমান সহায়তা ইউনিট ব্যবহার করে কথিত ‘হুতি জেনারেল স্টাফের কমান্ড সদর দপ্তর’ এবং ওই গোষ্ঠীর নিরাপত্তা ও গোয়েন্দা শাখার ‘কমপাউন্ডগুলো’ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ এক বিবৃতিতে দাবি করেন, এই শক্তিশালী হামলায় ১০ জনের বেশি হুতি সন্ত্রাসী সদস্য নিহত হয়েছে। তবে হুতি-ঘনিষ্ঠ গণমাধ্যমের দাবি, এতে মাত্র ২ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, হামলার সময় টেলিভিশনে ভাষণ দিচ্ছিলেন হুতি নেতা আবদেল-মালিক আল-হুতি।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সানায় তাদের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল সামরিক প্রচার বিভাগের সদর দপ্তর এবং অস্ত্র মজুত করা সেনা শিবির। হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবেই এই বিমান হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।

এর আগে বুধবার হুতিরা দাবি করে যে তারা ইসরায়েলের লোহিত সাগর উপকূলীয় শহর এলাতের একটি হোটেলে ড্রোন হামলা চালিয়েছে। ওই ঘটনার আগে ইসরায়েল ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর হোদেইদায় ১২টি হামলা চালিয়েছিল।

Ad 300x250

সম্পর্কিত