স্ট্রিম ডেস্ক
ইসরায়েলি সেনারা ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে আল মাসিরাহ টিভি। হামলার পর শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ইসরায়েল দাবি করছে, এই হামলায় ১০ জনের বেশি হুতি সদস্য নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবারের এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা জানিয়েছে, ডজনখানেক যুদ্ধবিমান ও বিমান সহায়তা ইউনিট ব্যবহার করে কথিত ‘হুতি জেনারেল স্টাফের কমান্ড সদর দপ্তর’ এবং ওই গোষ্ঠীর নিরাপত্তা ও গোয়েন্দা শাখার ‘কমপাউন্ডগুলো’ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ এক বিবৃতিতে দাবি করেন, এই শক্তিশালী হামলায় ১০ জনের বেশি হুতি সন্ত্রাসী সদস্য নিহত হয়েছে। তবে হুতি-ঘনিষ্ঠ গণমাধ্যমের দাবি, এতে মাত্র ২ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, হামলার সময় টেলিভিশনে ভাষণ দিচ্ছিলেন হুতি নেতা আবদেল-মালিক আল-হুতি।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সানায় তাদের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল সামরিক প্রচার বিভাগের সদর দপ্তর এবং অস্ত্র মজুত করা সেনা শিবির। হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবেই এই বিমান হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।
এর আগে বুধবার হুতিরা দাবি করে যে তারা ইসরায়েলের লোহিত সাগর উপকূলীয় শহর এলাতের একটি হোটেলে ড্রোন হামলা চালিয়েছে। ওই ঘটনার আগে ইসরায়েল ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর হোদেইদায় ১২টি হামলা চালিয়েছিল।
ইসরায়েলি সেনারা ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে আল মাসিরাহ টিভি। হামলার পর শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ইসরায়েল দাবি করছে, এই হামলায় ১০ জনের বেশি হুতি সদস্য নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবারের এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা জানিয়েছে, ডজনখানেক যুদ্ধবিমান ও বিমান সহায়তা ইউনিট ব্যবহার করে কথিত ‘হুতি জেনারেল স্টাফের কমান্ড সদর দপ্তর’ এবং ওই গোষ্ঠীর নিরাপত্তা ও গোয়েন্দা শাখার ‘কমপাউন্ডগুলো’ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ এক বিবৃতিতে দাবি করেন, এই শক্তিশালী হামলায় ১০ জনের বেশি হুতি সন্ত্রাসী সদস্য নিহত হয়েছে। তবে হুতি-ঘনিষ্ঠ গণমাধ্যমের দাবি, এতে মাত্র ২ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, হামলার সময় টেলিভিশনে ভাষণ দিচ্ছিলেন হুতি নেতা আবদেল-মালিক আল-হুতি।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সানায় তাদের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল সামরিক প্রচার বিভাগের সদর দপ্তর এবং অস্ত্র মজুত করা সেনা শিবির। হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবেই এই বিমান হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।
এর আগে বুধবার হুতিরা দাবি করে যে তারা ইসরায়েলের লোহিত সাগর উপকূলীয় শহর এলাতের একটি হোটেলে ড্রোন হামলা চালিয়েছে। ওই ঘটনার আগে ইসরায়েল ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর হোদেইদায় ১২টি হামলা চালিয়েছিল।
শুধু বোমা পড়া বন্ধ হলেই গাজায় যুদ্ধ থেমে যাবে না। এই যুদ্ধ আমাদের ভেতরে ভেতরে আঘাত করতে থাকবে। রেখে যাবে এমন ক্ষত, যা কোনো হতাহতের তালিকায় লেখা থাকে না, উঠে আসে না খবরের শিরোনামেও।
১২ ঘণ্টা আগেফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘ সাধারণ অধিবেশনে তাঁর ভাষণে ফিলিস্তিনে চলমান গণহত্যার কথা তুলে ধরে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেন। আব্বাস বলেন, ‘আমি আজ আপনাদের সঙ্গে কথা বলছি প্রায় দুই বছরের পর, যখন আমাদের গাজা উপত্যকার মানুষ গণহত্যা, ধ্বংসযজ্ঞ, অনাহার ও স্থানচ্যুতির মুখোমুখ
১৪ ঘণ্টা আগেঅপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতে সারকোজির বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি প্রয়াত লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে একটি দুর্নীতিমূলক চুক্তি করেছিলেন। ২০০৭ সালের ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে
১৬ ঘণ্টা আগেসিঙ্গাপুরে আসামের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু ঘিরে রহস্য আরও জটিল হচ্ছে। সিঙ্গাপুর হাইকমিশন থেকে মৃত্যুসনদ পাওয়া গেলেও ভারতে আবার নতুন করে ময়নাতদন্ত হয়েছে।
১৮ ঘণ্টা আগে