leadT1ad

মিরপুরে পোশাক কারখানায় আগুন লাগার পরের কিছু মুহূর্ত

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে। এ ঘটনায় বিকেল পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিয়ালবাড়িতে তিনতলা ভবনে থাকা ‘আনোয়ার ফ্যাশন’ নামের পোশাক কারখানা এবং তার পাশে থাকা টিনশেড ঘরে রাসায়নিকের গুদামে লাগা এই আগুন খুব দ্রুতই ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন লাগার পর কারখানা থেকে শ্রমিকেরা নানাভাবে বের হয়ে আসার চেষ্টা করেন, অনেকে আটকা পড়েন। মিরপুরে পোশাক কারখানার আগুনের ঘটনায় পুরো এলাকাজুড়ে এখন কান্নার রোল। সেসব মুহূর্তের কয়েকটি ছবি।

স্ট্রিম ছবি
স্ট্রিম ছবি
ঢাকা
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুনে জ্বলছে। স্ট্রিম ছবি
আগুন নেভাতে ব্যস্ত উদ্ধার কর্মীরা। স্ট্রিম ছবি
রাসায়নিকের গুদামে লাগা আগুনের স্থান থেকে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। স্ট্রিম ছবি
আহত উদ্ধার কর্মীকে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে। স্ট্রিম ছবি
পোশাক কারখানায় লাগা আগুন দেখতে উৎসুক জনতার ভীড়। স্ট্রিম ছবি
কারখানার স্থানে ঘিরে রেখেছে সেনাবাহিনী ও উদ্ধার কর্মীরা। স্ট্রিম ছবি
বিজিবির পাহারা। স্ট্রিম ছবি
Ad 300x250

সম্পর্কিত