.png)
আজ বিশ্ব শান্তি দিবস। দিনটি পালিত হয় স্লোগান, কবুতর আর বক্তৃতায় ভরপুর এক উৎসব হিসেবে। অথচ পৃথিবী জুড়ে চলছে যুদ্ধ, দখল, অস্ত্র ব্যবসা আর উদ্বাস্তু মানুষের হাহাকার। শান্তির নাম এখন বিজ্ঞাপন, শান্তির আকাঙ্ক্ষা এখন বসে থাকে অস্ত্র কেনার বাজেটের পাশে। রাজনীতি মেলে পলিটিক্সের সাথে ঠিকই, কিন্তু শান্তি মেলে না শান্তির সাথে। এই বৈপরীত্য নিয়েই এই লেখা।

সৈকত আমীন

কবি তারাপদ রায় বেঁচে নেই। বেঁচে থাকলে তাঁর বিখ্যাত ‘আমাদের সর্বনাশ হয়ে গেছে’ কবিতাটি হয়তো ওপরের লেখাটার মতোই হতো।
রাজনীতির পলিটিক্স
আজ বিশ্ব শান্তি দিবস। কাগজের ক্যালেন্ডার খুললেই দেখা যাবে, তারিখটা লাল কালিতে চিহ্নিত। সরকারি-বেসরকারি অফিসে পোস্টার, স্কুলে-বিশ্ববিদ্যালয়ে সেমিনার, আর টেলিভিশনে প্যাকেজ অনুষ্ঠান। বক্তারা মঞ্চে উঠে বলবেন, ‘আমাদের সবচেয়ে বড় শত্রু হলো অশান্তি, আমাদের অস্ত্র হলো শান্তি।’ তারপর হাততালি। আর পরের দিনই শিরোনামে আসবে—‘অস্ত্র কিনতে নতুন ঋণ নিচ্ছে অমুক সরকার।’
শান্তি দিবস পালনের এই রীতি একেবারে ধ্রুপদী। গ্রীনরুমে মিনারেল ওয়াটার, চায়ের সাথে বিস্কুট, মঞ্চে কবুতর ছাড়ার অভিনয়। তবে কবুতরগুলো আজকাল বেশি টাকায় ভাড়া নিতে হয়, কারণ শহরের আসল কবুতরগুলো ছাদে ছাদে প্লাস্টিক গিলে পেট ব্যথায় খুবই অশান্তিতে আছে। তবু কবুতরের সাথে ছবি তোলা জরুরি। কারণ শান্তি দিবসে কবুতরের সাথে ছবি না থাকলে নাকি শান্তিও থাকে না।
প্রতি বছর দেখা যায়, শান্তি দিবসে ভাষণ দেন যারা, তারাই জাতীয় বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দেন প্রতিরক্ষা খাতে। তাঁদের যুক্তি, শান্তি বজায় রাখতে হলে আগে যুদ্ধের প্রস্তুতি নিতে হয়। যেমন ধরুন, শান্তির পাহারাদার রাখতে হলে ট্যাঙ্ক চাই, মিসাইল চাই, ড্রোন চাই। শান্তির পক্ষে লড়তে গেলে যুদ্ধের খরচ লাগে। এই যুক্তি এতটাই শক্তিশালী যে, জাতিসংঘ ভবনের দেয়ালেও প্রতিধ্বনিত হয়—‘শান্তি চাই, তবে সাবমেরিন ছাড়া শান্তি হয় না।’

এখন শান্তি দিবসও একটি বাজার। বিশেষ টি-শার্ট বিক্রি হয়, যেখানে থাকে সাদা পায়রার ছবি। ব্যানার বানায় এনজিও, যাদের বাজেটে থাকে শান্তি প্রকল্প, কিন্তু খরচ হয় অফিসের এসি আর বিদেশ সফরে। টকশোতে বিশেষজ্ঞরা আসেন, যারা গত সপ্তাহে জলবায়ু নিয়ে কথা বলেছিলেন, আগামী সপ্তাহে অর্থনীতি নিয়ে করবেন। বিষয় পাল্টায়, তবে স্যুট পাল্টায় না।
শান্তির কনফারেন্সে কফি খেতে খেতে সবাই একমত হন যে, শান্তি খুব দরকার। তবে যখন আলোচনায় আসে ফিলিস্তিন, ইউক্রেন, সুদান, তখন মাইক্রোফোন হঠাৎ খারাপ হয়ে যায়। আলো নিভে যায়। অনুষ্ঠান শেষ হয় মিষ্টি খেয়ে আর সেলফি তুলে।
শান্তি দিবসে অনেক দেশে প্যারেড হয়। ট্যাঙ্কে ফুল বাঁধা হয়, সেনারা হাসিমুখে হাত নাড়েন। শিশুরা হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায়—‘No War, Only Peace’। কিন্তু তিন রাস্তা দূরেই সেই শিশুরা বোমা-শেল এড়িয়ে স্কুলে যায়।
এখন প্রশ্ন হলো, রাজনীতি কোথায়, পলিটিক্স কোথায়? আসলে রাজনীতি হলো পাঠ্যবইয়ে, যেখানে শেখানো হয়—জনগণের জন্য কাজ করা। আর পলিটিক্স হলো রিয়েল লাইফের, যেখানে শান্তির নাম করে অস্ত্র ব্যবসায় কমিশন নিতে শেখা লাগে। রাজনীতি মিলবে পলিটিক্সের সাথে ঠিকই, কারণ দুটোই শব্দকোষে পাশাপাশি দাঁড়ানো। কিন্তু শান্তি মেলেনি শান্তির সাথে। কারণ শান্তি এখন আর এক কথার অর্থে নেই, শান্তি এখন কোটেশনের মধ্যে লেখা এক বিজ্ঞাপন।
আগে শান্তি মানে ছিল যুদ্ধবিহীন অবস্থা। এখন শান্তি মানে হলো—‘যুদ্ধ চলছে, তবে আমরা তার নাম দিচ্ছি শান্তি মিশন।’ আগে শান্তি মানে ছিল ঘরে নিরাপদে ঘুমানো। এখন শান্তি মানে হলো—‘বোমার শব্দে ঘুম ভাঙলেও আমরা বলব, নিরাপত্তা বাড়ানো হয়েছে।’
কাকে শান্তি দেবে ‘শান্তি’?
আজ যদি প্রশ্ন তোলা হয় শান্তি দিবস কাদের জন্য? উত্তর মিলবে না। কারণ, গাজায় যে শিশু, তাঁর কাছে শান্তি দিবস মানে খালি পেটে একটা দুধের বোতল পাওয়া। ইউক্রেনের শহরে শান্তি দিবস মানে আশ্রয়কেন্দ্রের গাদাগাদি। সুদানের ক্যাম্পে শান্তি দিবস মানে একবেলা খাবারের অনিশ্চয়তা।
তাহলে শান্তি দিবস আসলে কার জন্য? সম্ভবত তাদের জন্য, যারা এয়ারকন্ডিশন্ড কনফারেন্স হলে বসে শান্তির নীল বই প্রকাশ করেন। আর যারা ক্ষুধা, বোমা, উদ্বাস্তু শিবিরে বাঁচতে শেখে, তাদের কাছে শান্তি দিবস এক প্রকার বিদ্রূপ।
শান্তি দিবস শেষ হলে রাত নামে। টেলিভিশনের নিউজে আসে—নতুন সংঘাত শুরু হলো সীমান্তে। ফেসবুকে হ্যাশট্যাগ ট্রেন্ড করে #PrayForPeace। পরদিন অফিসে গিয়ে কেউ বলে, ‘কাল শান্তি দিবসে দারুণ গান শুনলাম।’ আর কেউ ট্যাক্সির ভেতর বোমার শব্দ শুনে ভাবে, ‘এবার পালাব কোথায়?’

কবি তারাপদ রায় বেঁচে নেই। বেঁচে থাকলে তাঁর বিখ্যাত ‘আমাদের সর্বনাশ হয়ে গেছে’ কবিতাটি হয়তো ওপরের লেখাটার মতোই হতো।
রাজনীতির পলিটিক্স
আজ বিশ্ব শান্তি দিবস। কাগজের ক্যালেন্ডার খুললেই দেখা যাবে, তারিখটা লাল কালিতে চিহ্নিত। সরকারি-বেসরকারি অফিসে পোস্টার, স্কুলে-বিশ্ববিদ্যালয়ে সেমিনার, আর টেলিভিশনে প্যাকেজ অনুষ্ঠান। বক্তারা মঞ্চে উঠে বলবেন, ‘আমাদের সবচেয়ে বড় শত্রু হলো অশান্তি, আমাদের অস্ত্র হলো শান্তি।’ তারপর হাততালি। আর পরের দিনই শিরোনামে আসবে—‘অস্ত্র কিনতে নতুন ঋণ নিচ্ছে অমুক সরকার।’
শান্তি দিবস পালনের এই রীতি একেবারে ধ্রুপদী। গ্রীনরুমে মিনারেল ওয়াটার, চায়ের সাথে বিস্কুট, মঞ্চে কবুতর ছাড়ার অভিনয়। তবে কবুতরগুলো আজকাল বেশি টাকায় ভাড়া নিতে হয়, কারণ শহরের আসল কবুতরগুলো ছাদে ছাদে প্লাস্টিক গিলে পেট ব্যথায় খুবই অশান্তিতে আছে। তবু কবুতরের সাথে ছবি তোলা জরুরি। কারণ শান্তি দিবসে কবুতরের সাথে ছবি না থাকলে নাকি শান্তিও থাকে না।
প্রতি বছর দেখা যায়, শান্তি দিবসে ভাষণ দেন যারা, তারাই জাতীয় বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দেন প্রতিরক্ষা খাতে। তাঁদের যুক্তি, শান্তি বজায় রাখতে হলে আগে যুদ্ধের প্রস্তুতি নিতে হয়। যেমন ধরুন, শান্তির পাহারাদার রাখতে হলে ট্যাঙ্ক চাই, মিসাইল চাই, ড্রোন চাই। শান্তির পক্ষে লড়তে গেলে যুদ্ধের খরচ লাগে। এই যুক্তি এতটাই শক্তিশালী যে, জাতিসংঘ ভবনের দেয়ালেও প্রতিধ্বনিত হয়—‘শান্তি চাই, তবে সাবমেরিন ছাড়া শান্তি হয় না।’

এখন শান্তি দিবসও একটি বাজার। বিশেষ টি-শার্ট বিক্রি হয়, যেখানে থাকে সাদা পায়রার ছবি। ব্যানার বানায় এনজিও, যাদের বাজেটে থাকে শান্তি প্রকল্প, কিন্তু খরচ হয় অফিসের এসি আর বিদেশ সফরে। টকশোতে বিশেষজ্ঞরা আসেন, যারা গত সপ্তাহে জলবায়ু নিয়ে কথা বলেছিলেন, আগামী সপ্তাহে অর্থনীতি নিয়ে করবেন। বিষয় পাল্টায়, তবে স্যুট পাল্টায় না।
শান্তির কনফারেন্সে কফি খেতে খেতে সবাই একমত হন যে, শান্তি খুব দরকার। তবে যখন আলোচনায় আসে ফিলিস্তিন, ইউক্রেন, সুদান, তখন মাইক্রোফোন হঠাৎ খারাপ হয়ে যায়। আলো নিভে যায়। অনুষ্ঠান শেষ হয় মিষ্টি খেয়ে আর সেলফি তুলে।
শান্তি দিবসে অনেক দেশে প্যারেড হয়। ট্যাঙ্কে ফুল বাঁধা হয়, সেনারা হাসিমুখে হাত নাড়েন। শিশুরা হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায়—‘No War, Only Peace’। কিন্তু তিন রাস্তা দূরেই সেই শিশুরা বোমা-শেল এড়িয়ে স্কুলে যায়।
এখন প্রশ্ন হলো, রাজনীতি কোথায়, পলিটিক্স কোথায়? আসলে রাজনীতি হলো পাঠ্যবইয়ে, যেখানে শেখানো হয়—জনগণের জন্য কাজ করা। আর পলিটিক্স হলো রিয়েল লাইফের, যেখানে শান্তির নাম করে অস্ত্র ব্যবসায় কমিশন নিতে শেখা লাগে। রাজনীতি মিলবে পলিটিক্সের সাথে ঠিকই, কারণ দুটোই শব্দকোষে পাশাপাশি দাঁড়ানো। কিন্তু শান্তি মেলেনি শান্তির সাথে। কারণ শান্তি এখন আর এক কথার অর্থে নেই, শান্তি এখন কোটেশনের মধ্যে লেখা এক বিজ্ঞাপন।
আগে শান্তি মানে ছিল যুদ্ধবিহীন অবস্থা। এখন শান্তি মানে হলো—‘যুদ্ধ চলছে, তবে আমরা তার নাম দিচ্ছি শান্তি মিশন।’ আগে শান্তি মানে ছিল ঘরে নিরাপদে ঘুমানো। এখন শান্তি মানে হলো—‘বোমার শব্দে ঘুম ভাঙলেও আমরা বলব, নিরাপত্তা বাড়ানো হয়েছে।’
কাকে শান্তি দেবে ‘শান্তি’?
আজ যদি প্রশ্ন তোলা হয় শান্তি দিবস কাদের জন্য? উত্তর মিলবে না। কারণ, গাজায় যে শিশু, তাঁর কাছে শান্তি দিবস মানে খালি পেটে একটা দুধের বোতল পাওয়া। ইউক্রেনের শহরে শান্তি দিবস মানে আশ্রয়কেন্দ্রের গাদাগাদি। সুদানের ক্যাম্পে শান্তি দিবস মানে একবেলা খাবারের অনিশ্চয়তা।
তাহলে শান্তি দিবস আসলে কার জন্য? সম্ভবত তাদের জন্য, যারা এয়ারকন্ডিশন্ড কনফারেন্স হলে বসে শান্তির নীল বই প্রকাশ করেন। আর যারা ক্ষুধা, বোমা, উদ্বাস্তু শিবিরে বাঁচতে শেখে, তাদের কাছে শান্তি দিবস এক প্রকার বিদ্রূপ।
শান্তি দিবস শেষ হলে রাত নামে। টেলিভিশনের নিউজে আসে—নতুন সংঘাত শুরু হলো সীমান্তে। ফেসবুকে হ্যাশট্যাগ ট্রেন্ড করে #PrayForPeace। পরদিন অফিসে গিয়ে কেউ বলে, ‘কাল শান্তি দিবসে দারুণ গান শুনলাম।’ আর কেউ ট্যাক্সির ভেতর বোমার শব্দ শুনে ভাবে, ‘এবার পালাব কোথায়?’
.png)

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। মূলত মা মীরা নায়ার ও বাবা মাহমুদ মামদানির ব্যক্তি ও রাজনৈতিক জীবন জোহরানকে প্রভাবিত করেছে, জোহরানও একাধিকবার তা উল্লেখ করেছেন।
১০ ঘণ্টা আগে
হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপে আসছে নতুন নিরাপত্তা ফিচার ‘পাসকি’। এর মাধ্যমে এখন থেকে আইক্লাউড ও গুগল ড্রাইভে সংরক্ষিত হোয়াটসঅ্যাপ ব্যাকআপও থাকবে সম্পূর্ণ ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড’, অর্থাৎ আরও সুরক্ষিত।
১৮ ঘণ্টা আগে
বাংলা চলচ্চিত্র জগতে ঋত্বিককুমার ঘটক একটা নাম বটে! তাঁকে যারা পছন্দ করেন কিংবা অপছন্দ করেন উভয় দলই স্বীকার করে নেবেন, ঋত্বিক এক বিশিষ্ট নাম।
২ দিন আগে
আজ চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের শততম জন্মদিন। তাঁর লেন্সে দেশভাগের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব ছাপিয়ে দাগ কেটেছিল এর গভীর মানবিক ও সাংস্কৃতিক প্রভাব। দেশভাগের ফলে তিনি নিজেই পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে অভিবাসী হয়েছিলেন।
২ দিন আগে