.png)

স্ট্রিম প্রতিবেদক

২০২৫–২৬ করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধনের দিনেই ১০ হাজার ২০২ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গত রোববার করবর্ষ ২০২৫–২৬-এর জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গত বছর অনলাইনে রিটার্ন দাখিলের কার্যক্রম শুরু হয়েছিল ৯ সেপ্টেম্বর এবং প্রথম দিন ই-রিটার্ন জমা পড়েছিল মাত্র ২ হাজার ৩৪৪টি। সেই তুলনায় এ বছর প্রথম দিনেই রিটার্ন দাখিলের সংখ্যা বেড়েছে প্রায় পাঁচ গুণ।
এনবিআরের এক আদেশ অনুযায়ী, চলতি করবর্ষে (২০২৫–২৬) দেশের সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে এ নিয়মের বাইরে রাখা হয়েছে চার শ্রেণির করদাতাকে—৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ ব্যক্তি, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা।
এছাড়া কেউ কারিগরি জটিলতায় অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে, সুনির্দিষ্ট যৌক্তিকতা উল্লেখ করে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের অনুমতির মাধ্যমে কাগুজে রিটার্ন দাখিল করতে পারবেন।
এনবিআরের তথ্য অনুযায়ী, গত করবর্ষে মোট ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছিলেন। এবার বাধ্যতামূলকতার পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা সম্প্রসারণের ফলে এই সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করছে সংস্থাটি।
করদাতারা এনবিআরের ই-ট্যাক্স পোর্টাল www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিজের জাতীয় পরিচয়পত্র সংযুক্ত মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করে সহজেই রিটার্ন দাখিল করতে পারছেন। অর্থ পরিশোধ করা যাচ্ছে ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে। রিটার্ন জমা দেওয়ার পরপরই মিলছে স্বয়ংক্রিয় প্রাপ্তি স্বীকারপত্র এবং আয়কর সনদ প্রিন্ট করার সুযোগ।
অনলাইনে রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক সমাধানে এনবিআরের কল সেন্টার (১৬৫৫৫) ও অন্যান্য ডিজিটাল সহায়তা কেন্দ্র খোলা রাখা হয়েছে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
প্রসঙ্গত, গত করবর্ষে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা, তফশিলি ব্যাংক, বহুজাতিক প্রতিষ্ঠান, মোবাইল অপারেটর ও নির্দিষ্ট কিছু চাকরিজীবীর জন্যই ই-রিটার্ন বাধ্যতামূলক ছিল। এবার তা বাড়িয়ে প্রায় সব শ্রেণির করদাতার জন্য এ বাধ্যবাধকতা কার্যকর করায় প্রথম দিনেই অংশগ্রহণে বড় উল্লম্ফন লক্ষ্য করা যাচ্ছে।

২০২৫–২৬ করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধনের দিনেই ১০ হাজার ২০২ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গত রোববার করবর্ষ ২০২৫–২৬-এর জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গত বছর অনলাইনে রিটার্ন দাখিলের কার্যক্রম শুরু হয়েছিল ৯ সেপ্টেম্বর এবং প্রথম দিন ই-রিটার্ন জমা পড়েছিল মাত্র ২ হাজার ৩৪৪টি। সেই তুলনায় এ বছর প্রথম দিনেই রিটার্ন দাখিলের সংখ্যা বেড়েছে প্রায় পাঁচ গুণ।
এনবিআরের এক আদেশ অনুযায়ী, চলতি করবর্ষে (২০২৫–২৬) দেশের সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে এ নিয়মের বাইরে রাখা হয়েছে চার শ্রেণির করদাতাকে—৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ ব্যক্তি, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা।
এছাড়া কেউ কারিগরি জটিলতায় অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে, সুনির্দিষ্ট যৌক্তিকতা উল্লেখ করে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের অনুমতির মাধ্যমে কাগুজে রিটার্ন দাখিল করতে পারবেন।
এনবিআরের তথ্য অনুযায়ী, গত করবর্ষে মোট ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছিলেন। এবার বাধ্যতামূলকতার পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা সম্প্রসারণের ফলে এই সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করছে সংস্থাটি।
করদাতারা এনবিআরের ই-ট্যাক্স পোর্টাল www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিজের জাতীয় পরিচয়পত্র সংযুক্ত মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করে সহজেই রিটার্ন দাখিল করতে পারছেন। অর্থ পরিশোধ করা যাচ্ছে ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে। রিটার্ন জমা দেওয়ার পরপরই মিলছে স্বয়ংক্রিয় প্রাপ্তি স্বীকারপত্র এবং আয়কর সনদ প্রিন্ট করার সুযোগ।
অনলাইনে রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক সমাধানে এনবিআরের কল সেন্টার (১৬৫৫৫) ও অন্যান্য ডিজিটাল সহায়তা কেন্দ্র খোলা রাখা হয়েছে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
প্রসঙ্গত, গত করবর্ষে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা, তফশিলি ব্যাংক, বহুজাতিক প্রতিষ্ঠান, মোবাইল অপারেটর ও নির্দিষ্ট কিছু চাকরিজীবীর জন্যই ই-রিটার্ন বাধ্যতামূলক ছিল। এবার তা বাড়িয়ে প্রায় সব শ্রেণির করদাতার জন্য এ বাধ্যবাধকতা কার্যকর করায় প্রথম দিনেই অংশগ্রহণে বড় উল্লম্ফন লক্ষ্য করা যাচ্ছে।
.png)

শিশুখাদ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার সময় শতভাগ নগদ মার্জিন রাখার বাধ্যবাধকতা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অত্যাবশ্যকীয় হিসেবে বিবেচিত এ ধরণের পণ্য আমদানিতে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার নির্ধারিত হবে।
১ দিন আগে
প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য আরও সহজ ও সুবিধাজনক ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন তারা সরাসরি ব্যক্তিগত ই-মেইলে ‘ওয়ান-টাইম পাসওয়ার্ড’ (ওটিপি) পেয়ে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
৩ দিন আগে
বাংলাদেশে ট্রেন সেবা থেকে ক্ষতি কমে এলেও এখনো পুরোপুরি লাভজনক হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন।
৩ দিন আগে
দেশে সাম্প্রতিক মাসগুলোতে খাদ্য মূল্যস্ফীতির প্রবণতা কিছুটা কমেছে। একই সময়ে বেড়েছে ব্যাংক আমানত প্রবৃদ্ধি। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সর্বশেষ অর্থনৈতিক হালনাগাদ ও পূর্বাভাস প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
৪ দিন আগে