leadT1ad

সঞ্চয়পত্র ও ছেঁড়া নোট বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি সেবা বন্ধ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ২২: ৫৩
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক তার সকল অফিস থেকে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া-ফাটা নোট বিনিময় এবং এ-চালানসহ সব ধরনের সরাসরি কাউন্টার সেবা বন্ধের ঘোষণা দিয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের অন্য কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক সাধারণত কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে এ ধরনের সেবা দেয় না। এছাড়া, ‘কী পয়েন্ট ইন্সটলেশন (কেপিআই)’ হিসেবে নিরাপত্তা জোরদার করার বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।

এখন থেকে জনসাধারণকে এসব সেবা দেশের তফসিলি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে এই সেবা প্রদান করে, তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক তদারকি করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, রাজশাহী, সিলেট, সদরঘাট, বরিশাল ও রংপুর অফিস থেকে এসব সরাসরি সেবা প্রদান বন্ধ থাকবে।

Ad 300x250

সম্পর্কিত