leadT1ad

হালাল পণ্যের রপ্তানি বৃদ্ধিতে পাকিস্তান-বাংলাদেশ সমঝোতা স্মারক সই

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ২০: ৪৩
হালাল পণ্যের রপ্তানি বৃদ্ধিতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সমঝোতা স্মারক সই। সংগৃহীত ছবি

বাংলাদেশের জাতীয় মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সঙ্গে পাকিস্তানের হালাল বিষয়ক সংস্থা পাকিস্তান হালাল অথরিটির (পিএইচএ) সমঝোতা স্মারক সই হয়েছে। জাতীয় মান প্রণয়নে দু’দেশের মধ্যে সহযোগিতার বিষয়টি প্রাধান্য দিয়ে এ সমঝোতা স্বারক সই হয়।

আজ সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের ৯ম বৈঠকে এ সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশের পক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।

সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নূর ও পাকিস্তানের পক্ষে বাংলাদেশে নিয়োজিত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সই করেন।

এই সমঝোতা স্মারক সইয়ের ফলে বিএসটিআই অনুমোদিত হালাল পণ্য পাকিস্তানে রপ্তানি করা যাবে। বিএসটিআইয়ের হালাল সনদ থাকলে তা পাকিস্তানে বিনা পরীক্ষণে প্রবেশ করবে।

অন্যদিকে, পিএইচএ-এর সনদ থাকলে তা বাংলাদেশেও বিনা পরীক্ষণে প্রবেশ করবে। এটি উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার করার একটি প্রচেষ্টা। এ উদ্যোগ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে হালাল পণ্যের রপ্তানি বাণিজ্যের পথ সুগম করবে এবং দ্বি-পাক্ষিক বাণিজ্যিক সম্পর্ককে আরো জোরদার করবে।

অনুষ্ঠানে সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘দু’দেশের সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে। এছাড়া সার্ককে আরও পুনর্জীবিত করার চেষ্টা চলছে।’

এই বৈঠকে দুই দেশের জনগণের সম্পর্কেরও উন্নয়ন হবে বলে তিনি আশা করেন।

Ad 300x250

সম্পর্কিত