সেলিম আল দীনের পদক-পুরস্কার-পান্ডুলিপি ফেরত দিতে চারজনকে আইনি নোটিশ
বরেণ্য নাট্যকার প্রয়াত সেলিম আল দীনের অর্জিত বিভিন্ন পদক, পুরস্কার, নাটকের পান্ডুলিপি ও অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র সংরক্ষণ ও রক্ষাকল্পে ফেনীতে অবস্থিত সেলিম আল দীন জাদুঘরে জমা দিতে চারজনকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।