ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড
সুপ্রিম কোর্ট বলসোনারোর আরও সাত সহযোগীকে দোষী সাব্যস্ত করেছে। তাঁদের মধ্যে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওয়াল্টার ব্রাগা নেটো ও পাওলো সার্জিও নোগুইরা রয়েছেন। এ ছাড়াও বলসোনারোর সাবেক সহকারী মাউরো সিড, সামরিক উপদেষ্টা অগাস্টো হেলেনো রিবেইরো, সাবেক বিচারমন্ত্রী অ্যান্ডারসন টরেস, সাবেক নৌপ্রধান আলমির গার্নিয