.png)

স্ট্রিম প্রতিবেদক

ব্রাজিলে বিচার বিভাগীয় বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বর্তমানে দুদেশের পারস্পরিক বিচার বিভাগীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে মতবিনিময়, বিশেষ করে প্রাতিষ্ঠানিক সংস্কার, পরিবেশগত ন্যায়বিচার, বিচার বিভাগীয় স্বাধীনতা এবং বিচার প্রশাসনে প্রযুক্তিগত উদ্ভাবন সম্পর্কিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ব্রাজিলে অবস্থান করছেন।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ১০ সেপ্টেম্বর ব্রাজিলের জাতীয় হাইকোর্টের প্রধান বিচারপতি অ্যান্টোনিও হারম্যান বেঞ্জামিনের আমন্ত্রণে দেশটি সফরে যান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সফরের অংশ হিসেবে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ১২ সেপ্টেম্বর দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন। এরই অংশ হিসেবে তিনি সাও পাওলোতে অবস্থিত প্যালেস দ্য জাস্টিসিয়া পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সাও পাওলোর কোর্ট অব জাস্টিসের প্রেসিডেন্ট ফার্নান্দো অ্যান্টোনিও টরেস গার্সিয়ার সঙ্গে পারস্পরিক মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় উভয় দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, ফৌজদারি বিচার ব্যবস্থায় রেস্টোরেটিভ জাস্টিস ব্যবহার বৃদ্ধি এবং তার কার্যকর প্রয়োগের সম্ভাবনার বিষয়ে তাঁদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। পাশাপাশি বিচার ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিসহ স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি নিশ্চিতকল্পে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে উভয় বিচারব্যবস্থার মধ্যে কারিগরি সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়।
এছাড়া, পরিদর্শনকালে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাও পাওলোর কোর্ট অব জাস্টিসের ডাটা সেন্টার, ডিজিটাল আর্কাইভিং ম্যানেজমেন্টসহ দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্ববৃহৎ ফৌজদারি আদালত তথা সাও পাওলো ক্রিমিনাল কোর্ট আদালত পরিদর্শন করেন। পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশের প্রধান বিচারপতি উক্ত আদালতে রেস্টোরেটিভ জাস্টিসের প্রায়োগিক দিক ও এর সুফল সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেন।
বাংলাদেশের প্রধান বিচারপতির এ সফরের মাধ্যমে বাংলাদেশের বিচারব্যবস্থার সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। প্রধান বিচারপতি আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্রাজিলে অবস্থান করবেন।
উল্লেখ্য, সফরের পরবর্তী পর্যায়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ব্রাজিলের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া, তিনি উভয় দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করবেন। আগামী ২২ সেপ্টেম্বরের পর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

ব্রাজিলে বিচার বিভাগীয় বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বর্তমানে দুদেশের পারস্পরিক বিচার বিভাগীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে মতবিনিময়, বিশেষ করে প্রাতিষ্ঠানিক সংস্কার, পরিবেশগত ন্যায়বিচার, বিচার বিভাগীয় স্বাধীনতা এবং বিচার প্রশাসনে প্রযুক্তিগত উদ্ভাবন সম্পর্কিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ব্রাজিলে অবস্থান করছেন।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ১০ সেপ্টেম্বর ব্রাজিলের জাতীয় হাইকোর্টের প্রধান বিচারপতি অ্যান্টোনিও হারম্যান বেঞ্জামিনের আমন্ত্রণে দেশটি সফরে যান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সফরের অংশ হিসেবে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ১২ সেপ্টেম্বর দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন। এরই অংশ হিসেবে তিনি সাও পাওলোতে অবস্থিত প্যালেস দ্য জাস্টিসিয়া পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সাও পাওলোর কোর্ট অব জাস্টিসের প্রেসিডেন্ট ফার্নান্দো অ্যান্টোনিও টরেস গার্সিয়ার সঙ্গে পারস্পরিক মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় উভয় দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, ফৌজদারি বিচার ব্যবস্থায় রেস্টোরেটিভ জাস্টিস ব্যবহার বৃদ্ধি এবং তার কার্যকর প্রয়োগের সম্ভাবনার বিষয়ে তাঁদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। পাশাপাশি বিচার ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিসহ স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি নিশ্চিতকল্পে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে উভয় বিচারব্যবস্থার মধ্যে কারিগরি সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়।
এছাড়া, পরিদর্শনকালে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাও পাওলোর কোর্ট অব জাস্টিসের ডাটা সেন্টার, ডিজিটাল আর্কাইভিং ম্যানেজমেন্টসহ দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্ববৃহৎ ফৌজদারি আদালত তথা সাও পাওলো ক্রিমিনাল কোর্ট আদালত পরিদর্শন করেন। পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশের প্রধান বিচারপতি উক্ত আদালতে রেস্টোরেটিভ জাস্টিসের প্রায়োগিক দিক ও এর সুফল সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেন।
বাংলাদেশের প্রধান বিচারপতির এ সফরের মাধ্যমে বাংলাদেশের বিচারব্যবস্থার সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। প্রধান বিচারপতি আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্রাজিলে অবস্থান করবেন।
উল্লেখ্য, সফরের পরবর্তী পর্যায়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ব্রাজিলের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া, তিনি উভয় দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করবেন। আগামী ২২ সেপ্টেম্বরের পর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
.png)

মানিকগঞ্জের শিবালয়ে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রকে অস্থিতিশীল করতে ‘পতিত ফ্যাসিবাদী’ আওয়ামী লীগ ও তার দোসরদের ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে স্বায়ত্ত্বশাসিত চার বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত কেন্দ্রীয় ছাত্র ছাত্র সংসদ। এছাড়া ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সরকারের ‘কঠোর ব্যবস্থা’ চায় সংসদগুলো।
১ ঘণ্টা আগে
গাজীপুরের চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে বাসটিতে অগ্নিসংযোগ করা হয়। এর কয়েকঘণ্টা পরেই আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে নগরের ভোগড়া পেয়ারাবাগান এলাকাতেও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
৩ ঘণ্টা আগে
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সিন্ডিকেট করে সরকার নির্ধারিত ফির চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি অর্থ আদায় করার মাধ্যমে ৩১০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চারটি রিক্রুটিং এজেন্সির পাঁচ ব্যক্তির বিরুদ্ধে পৃথক চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১২ ঘণ্টা আগে