সুইংয়ের রানী মারুফা আক্তার
২২ গজে বিদ্যুৎ গতিতে ছুটে আসা এক নাম মারুফা আক্তার। মারুফা বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন সেনসেশন। অসাধারন বোলিং ভ্যারিয়েশনে গতির ঝড় তুলে তিনি যখন উইকেট শিকার করেন, তখন তাঁর চোখেমুখে ফুটে ওঠে এক অদম্য জয়গাথা। কিন্তু এই মারুফা আক্তারের ক্রিকেটার হয়ে ওঠার পথটা কেমন ছিল এ নিয়ে তার পরিবারের সদস্যরা কথা